বার্সেলোনা: দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে পেয়ে প্যারিস সাঁ জাঁ-র দল শক্তিশালী হয়েছে। অন্যদিকে, মেসি দল ছাড়ায় বার্সা এখন অনেকটাই হীনবল হয়ে পড়েছে। কয়েক বছর আগেও বার্সেলোনার তিন প্রধান অস্ত্র ছিলেন মেসি, জাভি ও ইনিয়েস্তা। এই তিন ফুটবলার দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ইনিয়েস্তা ও জাভি আগেই বার্সা ছেড়েছেন। এবার মেসিও দল বদলালেন।


মেসি দল ছাড়ায় বার্সা সমর্থকরা যেমন হতাশ, তেমনই কোচ রোনাল্ড কোম্যানও অসহায় বোধ করছেন। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ ড্র করার পর বার্সা কোচ বলেছেন, ‘মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন বিপক্ষ দল আমাদের ভয় পেত। আমি একই কথা বারবার বলতে চাই না, কিন্তু আমরা বিশ্বের সেরা ফুটবলারের বিষয়ে কথা বলছি। মেসি দলে থাকলে বিপক্ষ দল সবসময় ভয়ে থাকে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। মেসিকে পাস দিলে ও সাধারণত বলের দখল হারায় না। ওর অভাব বোধ করছি আমরা। সবাই সেটা জানি কিন্তু কিছু করার নেই।’


বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচে ইনিগো মার্টিনেজের গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। শেষদিকে সমতা ফেরান মেমফিস ডিপে। ফলে হার বাঁচায় মেসির প্রাক্তন দল।


ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সা কোচ বলেন, ‘বিলবাওয়ের বিরুদ্ধে ড্র মোটেই খারাপ নয়। কারণ, ওরা দুর্দান্ত খেলেছে। বিলবাওয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলা সবসময় কঠিন। এই ম্যাচের ফল নিয়ে কিছু বলা যাবে না। আমরা ১-০ গোলে পিছিয়ে পড়ে যে মানসিকতার পরিচয় দিয়েছি, সেটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। আমরা ম্যাচ জেতার সুযোগও পেয়েছিলাম। ফলে এই ম্যাচের ফল নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন আমরা অনেক খোলামনে খেলতে পারতাম। বিপক্ষ দলও কিছুটা গুটিয়ে থেকে মাঠে নামত। এখন আর সেই পরিস্থিতি নেই।’