কলকাতা: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হল ব্যারাকপুর ব্যাশার্স। ফাইনালের তারা ৫ রানে হারিয়ে দিল কলকাতা হিরোজকে। ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক বাংলার তারকা ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায় এদিন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন। 


এদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য ফাইনাল ম্যাচের নির্ধারিত ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে সুদীপের দল। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন সুদীপ। ৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন বাংলার এই ব্যাটসম্যান। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। টুর্নামেন্টে এই নিয়ে টানা চতুর্থ অর্ধশতরান হাঁকালেন সুদীপ। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে তরুণ অঙ্কুর পাল টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতরান করেন। তিনি ৬১ রান করেন। ২টি ছক্কা ও ৫টি বাউন্ডারি হাঁকান অঙ্কুর। ২ জনে মিলে বোর্ডে ১১২ রান যোগ করেন। মূলত এই দুজনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করেই ব্যারাকপুর ব্যাশার্স বোর্ডে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে নেয়। 


জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান বোর্ডে তুলতেই সক্ষম হয় কলকাতা হিরোজ। কর্ণ লাল ৪৯ রানের ইনিংস খেলেন। শুভঙ্কর বল ১২ বলে ঝোড়়ো ২৮ রানের ইনিংস খেলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তা কখনওই যথেষ্ট ছিল না কলকাতা হিরোজের জয়ের জন্য। শেষ ওভারে কলকাতা হিরোজের জন্য ৩০ রান দরকার ছিল। কিন্তু বোর্ডে ২৩ রান যোগ করতে পারে তারা।


টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ও সর্বাধিক উইকেট শিকারি ব্যারাকপুর ব্যাশার্সেরই। টু্র্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন ব্যারাকপুর অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় (৪৭৮ রান)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়়া টুর্নামেন্টে সর্বাধিক উইকেট পেয়েছেন ব্যারাকপুরের সুজিত কুমার যাদব (১৪ উইকেট)। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিয়েছিল।