কিংস্টন: সাবিনা পার্কের সবুজ উইকেটে যেখানে ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে ব্যাটসম্যানদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলার উপর জোর দিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের পেসাররা জোরে বল করলে বা বাউন্সার দিলে তা সামলানোর ক্ষমতা রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। তাঁরা এই টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্যেই খেলতে নামছেন।

 

প্রথম টেস্ট জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে পিচে ঘাস থাকলেও তাই কোনও চিন্তা নেই কোহলিদের। ভারত অধিনায়ক বলেছেন, ‘উইকেটে বাউন্স ও গতি থাকলে আমাদের ভাল লাগবে। অ্যান্টিগায় পিচ থেকে আমরা যেটুকু সাহায্য পেয়েছি তা কাজে লাগিয়েছি। জামাইকায় বেশি বাউন্স থাকবে। এই মাঠে টেস্ট ম্যাচের ফল হয়। আমরা এই মাঠে খেলা নিয়ে উত্তেজিত। অবশ্যই অ্যান্টিগায় আমরা যেভাবে খেলেছিলাম, তার চেয়ে অনেক ভাল খেলতে হবে। ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। উইকেটে টিকে থাকার জন্য আরও মনঃসংযোগ দরকার। আমরা বিশ্বাস করি, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের গতি ও বাউন্সের মোকাবিলা করার মতো দক্ষতা আমাদের ব্যাটসম্যানদের আছে। প্রথম টেস্টে আমরা যে দৃঢ় মানসিকতা এবং ফোকাস দেখিয়েছিলাম, এখানেও সেটাই দেখাতে হবে।’

 

অ্যান্টিগায় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শতরান করেছিলেন। লেগ স্পিনার অমিত মিশ্র অর্ধশতরান করেছিলেন। এই দুই বোলারই ভাল ব্যাটিং করায় ভারতীয় ব্যাটিং লাইনআপের গভীরতা বেড়ে গিয়েছে বলে মনে করছেন কোহলি। তিনি বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহারও প্রশংসা করেছেন।

 

প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ওপেনার মুরলী বিজয়। তাঁর বদলে দলে ঢুকছেন লোকেশ রাহুল। এই বদল নিয়ে অধিনায়ক বিশেষ চিন্তিত নন। তাঁর মতে, দুটি প্রস্তুতি ম্যাচে রান পাওয়ার পর টেস্টেও ভাল খেলার জন্য মুখিয়ে আছেন রাহুল। তিনি শ্রীলঙ্কা সফরে ভাল খেলেছিলেন, শতরানও করেছিলেন। কিন্তু তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। তাই সুযোগের অপেক্ষায় আছেন তরুণ এই ওপেনার। তিনি ভাল খেলবেন বলেই দলের আশা। তাছাড়া উইকেট কিপিংও করতে পারেন রাহুল। তাই তিনি দলে থাকলে বাড়তি লাভ। ঋদ্ধিমান কোনওদিন চোট পেলে রাহুল পরিস্থিতি সামাল দিতে পারবেন।