মুম্বই: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। আগামী অক্টোবর-নভেম্বরে। তারপরই প্রোটিয়া ভূমে পরীক্ষা টিম ইন্ডিয়ার (Team India)।
বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Ind vs S Africa)। যে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল শুক্রবার।
প্রকাশিত সূচি থেকে জানা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে রোহিত শর্মাদের প্রোটিয়া ভূমে সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যে ম্যাচগুলি হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। প্রথম ম্যাচ ডারবানে। দ্বিতীয় ম্যাচ সেন্ট জর্জেস পার্কে। তৃতীয় ম্যাচ জোহানেসবার্গে।
জোহানেসবার্গে পরপর দুই ম্যাচ আয়োজিত হবে। কারণ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচও হবে জো'বার্গে। ১৭ ডিসেম্বর সেই ম্যাচ। পরের দুটি ওয়ান ডে হল ১৯ ও ২১ ডিসেম্বর। সেন্ট জর্জেস পার্ক ও পার্লে। তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৬-৩০ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে টেস্ট হবে সেঞ্চুরিয়নে। ৩-৭ জানুয়ারি দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ হবে কেপ টাউনে।
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম ম্যাচ - ১০ ডিসেম্বর, রবিবার (ডারবান)
দ্বিতীয় ম্যাচ - ১২ ডিসেম্বর, মঙ্গলবার (সেন্ট জর্জেস পার্ক)
তৃতীয় ম্যাচ - ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার (জোহানেসবার্গ)
ওয়ান ডে সিরিজ
প্রথম ম্যাচ - ১৭ ডিসেম্বর, রবিবার (জোহানেসবার্গ)
দ্বিতীয় ম্যাচ - ১৯ ডিসেম্বর, মঙ্গলবার (সেন্ট জর্জেস পার্ক)
তৃতীয় ম্যাচ - ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার (পার্ল)
টেস্ট সিরিজ
প্রথম ম্যাচ - ২৬-৩০ ডিসেম্বর (সেঞ্চুরিয়ন)
দ্বিতীয় ম্যাচ - ৩-৭ জানুয়ারি (কেপ টাউন)
আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন