কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে ট্যুইটারে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সন্ত্রাস হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। তার পরও দল ভাল করায় বঙ্গ বিজেপি-কে অভিনন্দনও জানালেন শাহ। বাংলার মানুষকে তার জন্য কৃতজ্ঞতাও জানালেন (Panchayat Elections 2024)। যদিও পরিসংখ্যান নিয়ে শাহকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে ব্যাপক অশান্তি, হিংসার ছবি উঠে এসেছে। প্রাণহানির সংখ্য়াও অর্ধশতক ছুঁয়ে ফেলেছে। সেই নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির নির্দেশে আদালত চলছে এবং রাজ্য প্রশাসন এবং পুলিশের হাত বেধে দিয়েছে, তার জন্যই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেন।
সেই নিয়ে বিতর্কের মধ্য়েই ট্যুইটারে নির্বাাচনী হিংসা নিয়ে মুখ খোলেন শাহ। ট্যুইটারে তিনি এদিন লেখেন, 'পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যাতে প্রমাণিত যে আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে'।
ট্যুইটারে শাহ আরও লেখেন, 'এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে, জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি-র সঙ্গে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপি-কে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবেন। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং
শুভেন্দু অধিকারী ও সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন, যাঁরা দৃঢ়তার সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ'।
যদিও এ নিয়ে শাহকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।" এদিনই দিল্লিতে শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত। তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।