মুম্বই: ফের ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রধান নির্বাচক করা হল চেতন শর্মাকে (Chetan Sharma)। শুক্রবার নতুন নির্বাচক কমিটির পাঁচ সদস্যের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানানো হল, ১১ জন আবেদনকারীর ইন্টারভিউ নিয়ে এই পাঁচ সদস্য়কে বেছে নিয়েছে উপদেষ্টা কমিটির তিন সদস্য। উপদেষ্টা কমিটিতে রয়েছেন অশোক মলহোত্র, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক।


নতুন গঠিত নির্বাচক কমিটিতে চেতন শর্মার সঙ্গে পূর্বাঞ্চল থেকে রয়েছেন শিবসুন্দর দাস। যিনি ওড়িশার ক্রিকেটার। ভারতের হয়ে ২৩টি টেস্ট ও চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অনেকে ভেবেছিলেন বাংলা থেকে কেউ পূর্বাঞ্চলের দায়িত্ব পেতে পারেন। শোনা যাচ্ছিল বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস-সহ একাধিক নাম। কিন্তু শেষ পর্যন্ত ব্রাত্যই থাকল বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে কার্যত বাধ্য করা হয়েছিল। নির্বাচক কমিটিতেও সুযোগ পেলেন না বাংলার কেউ।                                                                        


চেতন ও শিবসুন্দর ছাড়া নির্বাচক কমিটির বাকি তিন সদস্য হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরণ শরথ। এঁদের মধ্যে সুব্রত বাঙালি। সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু। এক সময় বাংলার হয়ে খেলেছেন। বিদর্ভের কোচ ছিলেন। তাঁর হাত ধরেই উমেশ যাদবের মতো এক ঝাঁক পেসার ভারতীয় ক্রিকেটে উত্থান ঘটিয়েছিলেন। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরেরও ব্যক্তিগত কোচ সুব্রত। প্রাক্তন পেসার ভারতের হয়ে একটি টেস্ট ও ৬টি ওয়ান ডে খেলেছেন।


 






ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গত বছরের ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করার পর পাঁচটি পদের জন্য ৬০০ প্রাক্তন ক্রিকেটার আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে থেকে ১১ জনের একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে পাঁচজনকে।


আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার, রাখা হয়েছে পর্যবেক্ষণে