কলকাতা: শীতের ময়দান মানেই অলস দুপুর, মিঠে রোদ, শিরশিরে হাওয়া, আর কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে ক্রিকেট উপভোগ করা।
এবার শীতে একেবারে জোড়া আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে ইডেন। প্রথমে শীতের শুরুতে। ২১ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ হবে ইডেনে। এরপর ১২ ফেব্রুয়ারি। তখনও থাকবে শীতের আমেজ। আর ইডেনে ক্রিস গেল-আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
প্রায় কুড়ি মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে কলকাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি নভেম্বরে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একদিনের ম্যাচ খেলবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত যে সিরিজগুলি খেলবে, সেগুলির সূচি সোমবার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ইডেন গার্ডেন্সে হবে। সেই সঙ্গে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত।
২০ মাস পরে ইডেনে ক্রিকেট ফিরতে চলেছে। গত বছর ১৮ মার্চ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। সেই অনুযায়ী, ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯ সালে। সেই বছর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ হয়েছিল ইডেনে। ২০১৯ সালের ২২-২৪ নভেম্বরের সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত। ইডেনে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল আরও আগে। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের সূচি
- প্রথম টি-টোয়েন্টি - ১৭ নভেম্বর, জয়পুর
- দ্বিতীয় টি-টোয়েন্টি - ১৯ নভেম্বর, রাঁচি
- তৃতীয় টি-টোয়েন্টি - ২১ নভেম্বর, কলকাতা
- প্রথম টেস্ট - ২৫-২৯ নভেম্বর, কানপুর
- দ্বিতীয় টেস্ট - ৩-৭ ডিসেম্বর, মুম্বই
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
- ৬ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম একদিনের ম্যাচ, আমদাবাদ
- ৯ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় একদিনের ম্যাচ, জয়পুর
- ১২ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় একদিনের ম্যাচ, কলকাতা
- ১৫ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, কটক
- ১৮ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, বিশাখাপত্তনম
- ২০ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, তিরুঅনন্তপুরম
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের সূচি
- ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, ২০২২ : প্রথম টেস্ট, বেঙ্গালুরু
- ৫ মার্চ থেকে ৯ মার্চ, ২০২২ : দ্বিতীয় টেস্ট, মোহালি
- ১৩ মার্চ, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, মোহালি
- ১৫ মার্চ, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ধর্মশালা
- ১৮ মার্চ, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, লখনউ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
- ৯ জুন, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, চেন্নাই
- ১২ জুন, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, বেঙ্গালুরু
- ১৪ জুন, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
- ১৭ জুন, ২০২২ : চতুর্থ টি-টোয়েন্টি, রাজকোট।
- ১৯ জুন, ২০২২ : পঞ্চম টি-টোয়েন্টি, দিল্লি।