মুম্বই: রাত পোহালেই ইংল্যান্ডের সঙ্গে এজবাস্টনে টেস্ট ম্যাচ ভারতের (Ind vs Eng)। তার আগের দিন ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করে দিল ভারত (BCCI)। দুই সিরিজেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। এখনও ফিট নন কুলদীপ যাদব। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন শিখর ধবন। মহম্মদ শামিকেও রাখা হয়েছে ওয়ান ডে-তে। টি-টোয়েন্টি দলে দীনেশ কার্তিক উইকেটকিপার হিসাবে থাকলেও ওয়ান ডে দলে তিনি সুযোগ পাননি। সেখানে রয়েছেন ঋষভ পন্থ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, অর্শদীপ সিংহ ও উমরন মালিক।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান ও উমরন মালিক।
ওয়ান ডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুিল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ।
আরও পড়ুন: করোনামুক্ত নন রোহিত, নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া