মুম্বই: আইপিএলের (IPL) নতুন টাইটেল স্পনসরের খোঁজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যে সংস্থাই সেই বরাত পাক না কেন, ২০২৪ থেকে ২০২৮ - টানা পাঁচ মরশুমের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হবে তারাই। মঙ্গলবার টেন্ডার ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিএলের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে ২০২৪-২০২৮ সাল পর্যন্ত টুর্নামেন্টের টাইটেল স্পনসর চেয়ে দরপত্র আমন্ত্রণ করা হয়েছে। ফেরত অযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে দরপত্র কিনে তা জমা করতে হবে আগ্রহী সংস্থাকে। সঙ্গে জুড়বে করও। ৮ জানুয়ারি পর্যন্ত দরপত্র কেনা যাবে।
প্রথম আইপিএলের টাইটেল স্পনসর ছিল ডিলএফ। স্পনসরশিপ ফি হিসেবে বার্ষিক ৪০ কোটি টাকা দিত তারা। ২০১২ সাল অবধি ডিলএফ-ই টাইটেল স্পনসর ছিল। টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠায় ব্র্যান্ড ভ্য়ালুও বাড়তে থাকে। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপ ফি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যায় ২০১৬ সালে। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো ২০১৬-১৭ সালে ১০০ কোটি টাকা বার্ষিক অঙ্কে টাইটেল স্পনসর হয়েছিল। ২০১৮-১৯ মরশুমে টাইটেল স্পনসরের দিক থেকে ব্য়াপক রদবদল হয়েছিল। জনপ্রিয় এই টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ ধরে রাখতে বিশাল অঙ্ক খরচ করেছিল মোবাইল প্রস্তুতকারী এই সংস্থাই। বার্ষিক ৪৩৯.৮ কোটি টাকা দিত তারা। কিন্তু পরের মরশুমে অর্থাৎ ২০২০ আইপিএলে চিনের সংস্থাকে স্পনসর রাখা নিয়ে ব্য়পক সমস্য়ায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পনসরশিপ থেকে ভিভোকে সরাতে বাধ্য় হয় বোর্ড। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে এই সমস্য়া হওয়ায় দ্রুত নতুন স্পনসর জোগাড় করা কঠিন হয়ে পড়ে। ২০২০ সালে তড়িঘড়ি ড্রিম ইলেভেন নামক একটি ফ্যান্টাসি গেমিং সংস্থাকে শেষ মুহূর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ দেওয়া হয়। তার আগের বারের ৪৩৯.৮ কোটির থেকে স্পনসরশিপের অঙ্কটা নেমে আসে মাত্র ২২২ কোটি টাকায়।
এক বছর পর ভিভো ফেরে টাইটেল স্পনসর হিসেবে। তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও মাঝে এক বছর সমস্য়া হয়েছিল। তবে ২০২১ সালে ফের টাইটেল স্পনসর হয় ভিভো। টাকার অঙ্ক বার্ষিক ৪৩৯.৮ কোটি। ২০২২-এ ভিভোর সঙ্গে চুক্তি শেষ হয় বোর্ডের। টাইটেল স্পনসরের দৌড়ে বেশ কিছু সংস্থা থাকলেও ভারতীয় সংস্থা টাটা টাইটেল স্পনসর হয়। ৪৩৯.৮ কোটিতে টাকাতেই টাইটেল স্পনসর হয় টাটা। এবার দর আরও চড়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।