কলকাতা: দিনপাঁচেক আগেও বরফে সাদা হয়েছিল সান্দাকফু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মানলে, আরও কিছু দিন এমনই শীতের দাপট দেখতে চলেছে উত্তরবঙ্গ। এমনিতে উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি। তবে এবার শীত শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিয়েছে দক্ষিণ। তবে আগামীকালের মধ্যে দার্জিলিং-এর উঁচু এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছ, দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায়। আগামীকাল উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গ? একঝলকে দেখে নেওয়া যাক....
জেলা | আবহাওয়ার হাইলাইট (সম্ভাব্য) |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৬৩% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৮ মি/সে |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫২% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৭ মি/সে |
কালিম্পং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৬৬%(সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৮মি/সে |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৪৯% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৬মি/সে |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫২% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৭মি/সে |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫৬% বাতাসের গতিবেগ: ৭মি/সে |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫৭% বাতাসের গতিবেগ: ৯মি/সে |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৪৭% বাতাসের গতিবেগ: ৯মি/সে |
দক্ষিণের আবহাওয়া:
মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথায় নেমেছিল পারদ? একনজরে তারই পরিসংখ্যান।
- বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
- বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
- মেদিনীপুরে আজকের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
- দিঘার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি।
- শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি।
- বোলপুরে ১১.৬ ডিগ্রি।
- আসানসোলে ১২.৭ ডিগ্রি।
- হাওড়ায় ১৩ ডিগ্রি।
- কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।