হায়দরাবাদ: কখনও ক্রিকেটার হিসাবে, কখনও কোচ হিসাবে, রবি শাস্ত্রীর (Ravi Shastri) কেরিয়ারে এরকম অনেক মুহূর্ত রয়েছে যা হয়তো ভারতীয় ক্রিকেটেও অমর হয়ে রয়েছে। কিন্তু রবি শাস্ত্রীর নিজের সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা?


মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে জীবনকৃতি সম্মান দেওয়া হয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রীকে। অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক হর্ষ ভোগলে শাস্ত্রীকে বলেন, '৪০ বছর, রবি। অনেক কৃতিত্ব অর্জন করেছো। ক্রিকেটার হিসাবে, কোচ হিসাবে। যদি কখনও মাঝরাতে বা রাত দুটোয় ঘুম ভেঙে যায় এবং নিজের মনে বলে ওঠো, বাহ, কী দারুণ একটা মুহূর্ত ছিল, সেটা কোন মুহূর্তের কথা বলবে?'


জবাবে শাস্ত্রী বলেন, 'একটা মুহূর্ত বেছে নেওয়া খুব কঠিন। ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল তো স্ক্রিনে দেখালেই। মেলবোর্নে সেটা ছিল স্পেশ্যাল একটা রাত। ১৯৮৩ সালে যখন ভারত বিশ্বকাপ জেতে তখন লর্ডসের ব্যালকনিতে থাকতে পারাটা ছিল বিরাট ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি রয়েছে, অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি রয়েছে। ধারাভাষ্যকার হিসাবে দারুণ সব স্মৃতি রয়েছে। ২০১১ সালের ফাইনালে যখন এমএস ওই ছক্কাটা মেরেছিল। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুই জয়।'


এরপরই গলা আরও চড়িয়ে, নিজের মেজাজে শাস্ত্রী বলেন, 'তবে যদি আইসিং অন দ্য কেকের কথা বলো, সেটা হচ্ছে গাব্বায় ওই শেষ দিন। যখন আমরা ফিনিশিং লাইন পেরিয়েছিলাম। যখন ঋষভ পন্থের ব্যাটে লক্ষ্যপূরণ হয়েছিল। ওটাই সেরা মুহূর্ত। এবং তার জন্য আমার ক্রিকেটারদের ধন্যবাদ। ওদের সকলকে ধন্যবাদ। ক্রিকেট মাঠে ওটা সবচেয়ে মূল্যবান মুহূর্ত।' 


 



শাস্ত্রীর জবাব শুনে হাততালির ঝড় ওঠে। দর্শকাসনে তখন সুনীল গাওস্কর ছাড়াও বসেছিলেন ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, কে এল রাহুল, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, মহম্মদ শামি, যশস্বী জয়সওয়ালরা। ২০২১ সালের সিরিজে গাব্বায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছিল ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে গাব্বায় টেস্ট জিতেছিল ভারত।


আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে