মুম্বই: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণের (Ishan Kishan) ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে হইচই হচ্ছে। তারই মাঝে চর্চায় উঠে এল আরও চার নাম। যাঁদের বোর্ডের চুক্তির আওতায় রাখা হয়নি। বলাবলি হচ্ছে, এই চার তারকার কি জাতীয় দলের জার্সিতে খেলার দিন শেষ?
চেতেশ্বর পূজারা, শিখর ধবন, উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল - এই চার তারকাকে বোর্ডের চুক্তির আওতায় রাখা হয়নি। নির্বাচকেরা তাঁদের জাতীয় দলে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী নন বলেই খবর।
৩৬ বছর বয়সী পূজারা ভারতের হয়ে শেষ খেলেছেন গত বছরের জুনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর থেকেই আর নির্বাচকদের নেকনজরে নেই তিনি। ওয়াকিবহাল অনেকেই মনে করছেন, জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল সৌরাষ্ট্রের ক্রিকেটারের জন্য।
বোর্ডের চুক্তির আওতায় রাখা হল না শিখর ধবনকেও। একটা সময় যিনি ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ২০২২ সালের পর থেকে আর ভারতের হয়ে কোনও ম্যাচ খেলেননি দিল্লির বাঁহাতি ব্যাটার। তাঁর জাতীয় দলে ফেরার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
৩৬ বছরের ডানহাতি ফাস্টবোলার উমেশ যাদবের নামও নেই ভারতীয় বোর্ডের চুক্তির তালিকায়। পূজারার মতো উমেশও শেষবার ভারতের জার্সি গায়ে খেলেছেন গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত। মহম্মদ শামি চোট পেয়ে বাইরে থাকা এবং যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও জাতীয় দলে তাঁর ডাক আসেনি। বরং মুকেশ কুমার, আকাশ দীপদের মতো নতুন মুখের ওপর ভরসা রেখেছেন নির্বাচকেরা।
নির্বাচকদের চোখে নেই যুজবেন্দ্র চাহালের নামও। প্রায় ৬ মাস আগে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৩ বছরের লেগস্পিনার। একটা সময় কুলদীপ যাদব ও তাঁর জুটিকে বলা হতো কুলচা। সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস ছিলেন তাঁরা। কুলদীপ জাতীয় দলে প্রায় সব ফর্ম্যাটে প্রথম একাদশে জায়গা করে নিলেও চাহাল পিছিয়ে পড়েছেন।
বুধবার প্রকাশিত তালিকায় ৩০ জনের সঙ্গে বার্ষিক চুক্তির কথা জানিয়েছে বোর্ড। সঙ্গে পাঁচ পেসারের জন্যও আলাদা চুক্তির কথা বলা হয়েছে। ধর্মশালা টেস্টে খেললে সরফরাজ খান ও ধ্রুব জুরেলও চুক্তির আওতায় চলে আসবেন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: বোর্ডের বার্ষিক চুক্তিতে একাধিক নতুন মুখ, ঢুকে পড়লেন বাংলার মুকেশ ও কেকেআরের রিঙ্কুও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে