নয়াদিল্লি: বিসিসিআইয়ের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ক্রিকেটার তথা অভিজ্ঞ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ মঞ্জরেকর ভারত ও দেশের বাইরে আন্তর্জাতিক নিয়মিত ধারাভাষ্য দিতেন। কিন্তু এবার আসন্ন আইপিএলেও ধারাভাষ্যকারদের দলে তিনি হয়ত থাকছেন না। আইপিএল অবশ্য করোনাভাইরাসজনিত আতঙ্কের পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে।


ধর্মশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বন্ধ হয়ে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না মঞ্জরেকর। গত বৃহস্পতিবার ওই ম্যাচ বৃষ্টির কারণে ওই ম্যাচ ভেস্তে গিয়েছিল। একটি বলও খেলা হয়নি। সুনীল গাওস্কর, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও মুরলী কার্তিকের মতো বিসিসিআই প্যানেলের অন্য ধারাভাষ্যকাররা ধর্মশালায় ছিলেন।
ধারাভাষ্যকার হিসেবে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মঞ্জরেকর। ২০১৯-এ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সম্পর্কে তাঁর মন্তব্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। সেমিফাইনালে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন জাডেজা। তাঁর সম্পর্কে মঞ্জরেকরের ওই মন্তব্যে ভারতের অন্যান্য ক্রিকেটাররাও অসন্তুষ্ট হয়েছিলেন বলে খবর।
পরে একটি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে খোঁচা দিয়েছিলেন। নির্দিষ্ট কোনও একটি ইস্যু নিয়ে আলোচনার সময় মঞ্জরেকর বলেছিলেন যে, এই বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য প্রয়োজনীয় ক্রিকেট খেলেননি হর্ষ। কলকাতায় পিঙ্ক বল টেস্টের সময় বলের দৃশ্যমানতা নিয়ে আলোচনা প্রসঙ্গে হর্ষ সম্পর্কে মঞ্জরেকরের এই মন্তব্য নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। কমেন্ট্রি বক্সে তাঁর সহকর্মীদের অনেকেই এতে খুশি হননি।
সূত্রের খবর, বিসিসিআই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং শেষপর্যন্ত মঞ্জরেকরকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দিয়েছে। এ কারণেই ধর্মশালার ম্যাচে তিনি ওই প্যানেলের অংশ ছিলেন না।