নয়াদিল্লি: করোনাভাইরাসের বাতাবরণেও খুব সফলভাবেই আইপিলের ১৩-তম সিজন সম্পন্ন করল বিসিসিআই। আর্খিক দিক দিয়ে দেখলে এবারের টুর্নামেন্ট অত্যন্ত সফল, আয় হয়েছে ৪ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, টিভিতে আইপিএলের দর্শক সংখ্যা গত বারের তুলনায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
মারণ ভাইরাসের প্রকোপের মাঝে খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থ রেখে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া মুখের কথা নয়। টুর্নামেন্টের আওতাভুক্ত প্রায় ১ হাজার ৮০০ জনের ৩০ হাজার বার কোভিড টেস্ট হয়েছে। একেক জনের একাধিক বারও টেস্ট করা হয়েছে। দু মাস ধরে চলা এই টুর্নামেন্টে কোভিড আক্রান্ত হওয়ার খবর নেই।
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল এবারের টুর্নামেন্টের সাফল্য নিজেই সকলের সঙ্গে শেয়ার করেছেন। গত ফেব্রুয়ারি থেকেই মহামারীর প্রকোপে বিশ্বের অবস্থা সঙ্গীণ। আর এই সময়কালের মধ্যেই কোনও বড়সড় খেলার আসর যদি সাফল্যের সঙ্গে হয়ে থাকে তা হল ১৩-তম আইপিএল।
আইপিএলে রোজগার সম্পর্কে বিসিসিআই খুব বিস্তারিতভাবে কিছু জানায়নি। তবে স্টার টিভির সঙ্গে এই খেলার সম্প্রচারের ব্যাপারে পাঁচ বছরের যে চুক্তি হয়েছিল তাতে কোনও আঁচ লাগেনি। সম্প্রচার হয়েছে সফলভাবেই। স্টার বিসিসিআইকে পাঁচ বছরের জন্য ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা দিয়েছে।
ধুমল জানাচ্ছেন, বোর্ড এই টুর্নামেন্ট বাবদ ব্যয়ের খরচ গত বারের চেয়ে ৩৫ শতাংশ কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। চলতি বছরের আইপিএলে বিসিসিআইয়ের ঘরে এসেছে ৪ হাজার কোটি টাকা। ২৫ শতাংশ টিভি-র দর্শক বেড়েছ। মুম্বই ইন্ডিয়ান এবং চেন্নাই সুপার কিংসের ওপেনিং ম্যাচে টিআরপি ছিল সবচেয়ে বেশি।