নয়াদিল্লি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া। গত রবিবার দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গে তাঁর মৃত্যু হয়। পেশাগতভাবে সতীশ ছিলেন একজন ভিডিয়ো প্রোডিউসার ও ফটোগ্রাফার। গত সপ্তাহেই তিনি ৬৬ বছরে পা দিয়েছিলেন।
সতীশ যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সে খবর জানিয়েছেন তাঁর বোন উমা ধুপেলিয়া। একটি হাসপাতালে গত একমাস ধরে নিউমোনিয়ার চিকিৎসার জন্য ভর্তি ছিলেন সতীশ। সেখানেই প্রয়াণ ঘটে।
উমার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জানতে পারা যাচ্ছে, শশীকান্ত ও সীতা ধুপেলিয়ার সন্তান সতীশ ১৯৫৪ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন।দীর্ঘ রোগ ভোগের পর ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যু হল। বেশ কয়েক বছর ধরে পালমোনারি ফআইব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত তিন সপ্তাহ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। প্রথম দফায় ভর্তি হওয়ার পর বাড়ি ফিরে এলেও তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। দ্বিতীয় দফায় হাসপাতালে আসার পরই তিনি কোভিড আক্রান্ত হন। নানা রোগে জর্জরিত শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। কো-মর্বিডিটি থেকেই করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু বলে জানাচ্ছেন চিকিৎসকরা।গত ২২ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। উমার থেকেই জানতে পারা যাচ্ছে নিজের পেশার কাজ ছাড়াও আরও বেশ কিছু অন্য রকম কাজের সঙ্গে সতীশ যুক্ত ছিলেন। তিনি গাঁধী ডেভলপমেন্ট ট্রাস্টের ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন। যুক্ত ছিলেন ফিনিক্স সেটেলমেন্ট-এর ট্রাস্টি হিসেবেও।
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে মৃত্যু মহাত্মা গাঁধীর প্রপৌত্রর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Nov 2020 12:23 PM (IST)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া। গত রবিবার দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গে তাঁর মৃত্যু হয়। পেশাগতভাবে সতীশ ছিলেন একজন ভিডিয়ো প্রোডিউসার ও ফটোগ্রাফার।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -