আমদাবাদ: ২০২২ সালের আইপিএলে খেলতে দেখা যাবে ১০টি দলকে। বৃহস্পতিবার, আমদাবাদে হওয়া বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হল।


ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের এদনের সভায় আরও একগুচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেমন, কোভিড-১৯ অতিমারীর জন্য চলতি বছরের ঘরোয়া ক্রিকেট মরশুমে অনেক কাটছাঁট হয়েছে। যে কারণে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বহু জাতীয় স্তরের ক্রিকেটারকে।





সূত্রের খবর, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ ও মহিলা --- উভয়ক্ষেত্রে এই ক্রিকেটারদের যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।


একইসঙ্গে সূত্রের দাবি, বিসিসিআই সিদ্ধান্ত দিয়েছে-- ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইসিসি-র দাবিকে সমর্থন জানানো হবে। এক্ষেত্রে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির থেকে কিছু ব্যাখ্যার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, জানা গিয়েছে সূত্র মারফৎ।