বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার বিরাট, দ্বিপাক্ষিক সিরিজে সেরা পারফরম্যান্সের পুরস্কার অশ্বিনের
Web Desk, ABP Ananda | 01 Mar 2017 09:48 PM (IST)
নয়াদিল্লি: বর্ষসেরা আন্তর্জাতিক হিসেবে পলি উমরিগর পুরস্কার পাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিপাক্ষিক সিরিজে সেরা পারফরম্যান্সের জন্য দিলীপ সারদেশাই ট্রফি পাচ্ছেন বিশ্বের সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বিরাট এর আগে ২০১১-১২ ও ২০১৪-১৫ মরসুমে এই পুরস্কার পেয়েছেন। এই নিয়ে তৃতীয়বার বর্ষসেরা হলেন তিনি। অশ্বিন প্রথম ক্রিকেটার হিসেবে দু বার দিলীপ সারদেশাই পুরস্কার পাচ্ছেন। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের সেরা হওয়ার জন্য এই পুরস্কার পেয়েছিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই গত বছরের সিরিজে দুটি শতরান এবং দু বার পাঁচ উইকেট সহ ১৭ উইকেট নেওয়ার জন্য ফের এই পুরস্কার পাচ্ছেন অশ্বিন।