পাকিস্তান সুপার লিগ ফাইনাল দেখতে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়েছে বিসিসিআই, জানাল পিসিবি
Web Desk, ABP Ananda | 07 Mar 2019 08:43 PM (IST)
করাচি: এ মাসের ১৭ তারিখ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেখতে যাওয়ার আমন্ত্রণ জানানো হলেও, হাজির থাকছেন না আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও বিসিসিআই সভাপতি সি কে খন্না। তাঁরা দু’জনেই জানিয়েছেন, ব্যক্তিগত কাজ থাকায় করাচিতে যেতে পারবেন না। আজ এমনই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, আইসিসি চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন পিএসএল ফাইনাল দেখতে যাবেন। পিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্কের অবনতি হওয়ার আগেই ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের পিএসএল ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়। আমাদের পরিকল্পনা হল, তাঁরা পিএসএল ফাইনাল দেখতে এলে ব্যবস্থাপনা দেখলে পাকিস্তানের নিরাপত্তার বিষয়ে সারা বিশ্বের ধারণা বদলাবে এবং সবাই বুঝতে পারবে, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিরাপদেই হতে পারে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পিএসএল ফাইনালে মাঠে থাকবেন কি না, সে বিষয়ে কিছু জানাতে চাননি পিসিবি চেয়ারম্যান।