মুম্বই : পাকিস্তানে নিজেদের অবস্থানে অনড় থাকলে বিকল্প রাস্তা কী হবে, সাজিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India)। এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনের দাবিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনড় যদি থাকে, সেক্ষেত্রে বিকল্প প্রতিযোগিতা হিসেবে একটি পাঁচ দেশের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাই করেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর এমনটাই।


চলতি বছরের অক্টোবর মাসে পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজনের কথা। পড়শি দেশের সঙ্গে অম্ল কূটনৈতিক সম্পর্কের জেরে দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। এমন অবস্থায় এশিয়া কাপের আসর পাকিস্তানে বসলে সেখানে যে বারত খেলতে যাবে না, সেটা আগেভাগেই সাফ জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতে আয়োজন হওয়ার কথা থাকলেও সেবারে এদেশের আসার ব্যাপারে সাফ না জানিয়েছিল পাকিস্তান। যার জেরে শেষ পর্যন্ত এশিয়া কাপের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।


যদিও এখনও এশিয় ক্রিকেট সংস্থার তরফে বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের মাটি থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কোনও বার্তা মেলেনি। আর সেই বার্তা এখনও পর্যন্ত না মেলার জেরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিকল্প রাস্তা ভেবে নিয়েছে বলেই খবর। 


এদিকে, ভারতকে না চটিয়ে এশিয়া কাপ দেশের মাটিতে আয়োজনের ব্যাপারে হাইব্রিড মডেলের রাস্তা ধরার ভাবনাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেক্ষেত্রে এশিয় মিটিংয়ে তাঁরা দাবি রাখতে পারে, অন্য এশিয়া দেশগুলি তাঁদের ম্যাচ খেলতে পাকিস্তানে যাক। আর ভারতের ম্যাচ আয়োজিত হোক পাকিস্তানের বাইরে কোনও দেশে। সেই প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার পর্ব যদিও এখনও বাকি। সেই প্রস্তাব কতটা গৃহিত হবে সে নিয়েও রয়েছে ধন্দ।


আরও পড়ুন- ফিল্ডিং করতে গিয়ে হোঁচট, খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে


শেষপর্যন্ত পাকিস্তানের মাটি থেকে যদি চলতি বছরের এশিয়া কাপ সরে যায়, সেক্ষেত্র হয়তো সিদ্ধান্ত বদলের রাস্তাতেও হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যদি তেমনটা না হয়, সেক্ষেত্রে এশিয়া কাপে না খেলে বিকল্প রাস্তার পরিকল্পনাই সাজাতে শুরু করে ফেলেছে বিসিসিআই। যে সুবাদেই সূত্র মারফত জানা যাচ্ছে, বিকল্প একটি পাঁচদেশীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের ভাবনাই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।


আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস