নয়াদিল্লি: একটা সময় দীর্ঘদিন তাঁরা ভারতীয় দলের হয়ে খেলেছেন। এখন তাঁদের একজন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যজন ন্যাশনাল ক্রিকেট অকাডেমি (এনসিএ)-র প্রধান রাহুল দ্রাবিড়। আর ভারতীয় দলের প্রাক্তন দুই স্তম্ভ আগামী বুধবার পরস্পরের মুখোমুখি হচ্ছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সম্ভাবনা সংক্রান্ত পথনির্দেশিকা নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে।
গত জুলাই মাসে এনসিএ-র দায়িত্ব গ্রহণের পর দ্রাবিড় ইতিমধ্যে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথনির্দেশিকা ছকে ফেলেছেন। তাঁর সঙ্গে বৈঠকে বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ বিষয়ে তাঁর ইনপুট দিতে পারেন।
বেঙ্গালুরুতে ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের বৈঠকের সময় বোর্ডের নবনিযুক্ত কর্মকর্তারাও হাজির থাকবেন। এনসিএ-র সিইও তুফান ঘোষও আলোচনায় যোগ দেবেন।
সৌরভ ও দ্রাবিড় এর আগে বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির বেশ কয়েকটি বৈঠকে একসঙ্গে যোগ দিয়েছিলেন। ওই বৈঠকগুলিতে সভাপতিত্ব করেছিলেন সৌরভ। দ্রাবিড় যোগ দিয়েছিলেন ভারত অনূর্দ্ধ ১৯ ও এ দলের কোচ হিসেবে।
ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন হিসেবে পরিচিত হলে গত কয়েক বছরে এনসিএ কার্যত রিহ্যাব সেন্টার হয়ে উঠেছে। বোর্ডের দায়িত্ব গ্রহণের পর সৌরভ সে কথা স্বীকারও করেছেন। এবার এনসিএ-র নতুন প্রকল্প তৈরি হচ্ছে। এ ব্যাপারে সৌরভ বৈঠকে অবহিত হবেন।
বোর্ডের এক আধিকারিক বলেছেন, এনসিএ-কে এগিয়ে নিয়ে যাওয়ার পথনির্দেশিকা এবং যে সমস্যাগুলি রয়েছে, তা নিয়ে সৌরভ ও দ্রাবিড়ের আলোচনা হবে।
পৃ্থ্বী শ ( ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদের পর মাঠে ফিরতে চলেছেন)-র রিহ্যাব পরিকল্পনা এবং জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ড্যর মতো প্লেয়ারদের স্ট্রেংথ ও কন্ডিশনিং কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বোর্ড প্রেসিডেন্ট জানতে চান কিনা, সে দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সৌরভ ও দ্রাবিড় জুটির কাছে বিপুল প্রত্যাশা রয়েছে ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন খেলোয়াড়দের ও হেড কোচ রবি শাস্ত্রীর।
গত সপ্তাহেই লক্ষ্মণ বলেছিলেন,  আমার কাছে প্রশ্ন করলে আমি বলব, সৌরভ কীভাবে এনসিএ-কে পুনরুজ্জীবিত করতে পারেন। ভারতীয় দল শক্তি তাদের ব্রেঞ্চ স্ট্রেংথ।