নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনরায় বিচার করার আবেদন জানাল বিসিসিআই। একইসঙ্গে প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও অবসরপ্রাপ্ত বিচারপতি এফএমআই খলিফুল্লার বেঞ্চের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এই মামলা থেকে তাদের সরিয়ে দেওয়ারও আবেদন জানিয়েছে বোর্ড।

 

গত ১৮ জুলাই লোঢা কমিটির সুপারিশ মেনে বোর্ডের সংস্কারের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। ৬ মাসের মধ্যে সংস্কার সম্পূর্ণ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই রায়েরই বিরোধিতা করেছে বোর্ড। এর আগে লোঢা কমিটির সঙ্গে বৈঠক স্থগিত রাখার আবেদন জানিয়েছিল বিসিসিআই। কিন্তু বিচারপতি লোঢা সেই আবেদন নাকচ করে দেন। তিনি সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে বলেছিলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে। কিন্তু তা না করে ফের আদালতের দ্বারস্থ হল বোর্ড।