কলকাতা: ধরুন টি-টোয়েন্টি ম্যাচ চলছে। ব্যাটিং করা দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলে দিয়েছেন কেউ। এবার তাদের বোলিং করার পালা। কিন্তু ব্যাট হাতে বিধ্বংসী খেলা তারকা বল করেন না। তাই ফিল্ডিং করার সময় তাঁকে বাইরে রেখে ভাল মানের এক বোলারকে মাঠে ডেকে নিলেন অধিনায়ক। আর সেই বোলার বল হাতে তুলে নিলেন উইকেট। দলের জয় নিশ্চিত করে দিলেন।


একটা সময় সুপার সাব নিয়ম হইচই ফেলে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। পরে সেই নিয়ম বন্ধ হয়ে যায়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেইরকমই এক নিয়ম চালু করতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড (BCCI)। যে নিয়মে ম্যাচের মাঝপথে একাদশের ক্রিকেটার বদলে ফেলতে পারবেন অধিনায়করা।


আসন্ন সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ট্যাক্টিক্যাল পরিবর্ত নিয়ম চালু করতে চলেছে বোর্ড। এ ব্যাপারে সমস্ত রাজ্য সংস্থাকে চিঠিও পাঠিয়েছে বোর্ড। ১১ অক্টোবর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি। সেই টুর্নামেন্টে কীভাবে এই নিয়ম ব্যবহার করা যাবে, চিঠিতে তা ব্যাখ্যা করে দিয়েছে বোর্ড।


বোর্ড সূত্রে খবর, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে এই নিয়ম ফলপ্রসূ হলে, আগামী বছরের আইপিএলেও এই নিয়ম চালু করা হবে। বোর্ডের পাঠানো ই-মেলে লেখা হয়েছে, 'টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমরা এই ফর্ম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলতে চাই। আর সেটা শুধু দর্শকদের জন্য নয়। অংশগ্রহণকারী দলগুলোর জন্যও। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে প্রথম একাদশের একজন ক্রিকেটারকে বদল করার ছাড়পত্র থাকবে।'


নতুন নিয়ম কীরকম?


ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে টসের সময়ই প্রত্যেক দল চারজন পরিবর্তের নাম জমা দেবে। তাঁদের মধ্যে কোনও একজনকে ম্যাচে ব্যবহার করা যাবে। দুই ইনিংসেরই ১৪তম ওভারের আগে সেই ক্রিকেটার প্রথম একাদশের যে কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারবেন। ব্যাটিং করার পাশাপাশি নির্ধারিত ৪ ওভার বোলিংও করতে পারবেন। ধরুন কোনও একটি দল তাদের আউট হয়ে যাওয়া কোনও ব্যাটারের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাল। সেক্ষেত্রে সেই ক্রিকেটার ব্যাটও করতে পারবেন। তবে এগারো জনের বেশি কাউকে ব্যাট করতে দেওয়া হবে না। তাই কোনও বোলারের পরিবর্তে ওই পরিবর্ত ব্যাটার ব্যাট করতেই পারেন। বা ধরুন কোনও দলের বোলার ১৪ ওভারের ভিতর নিজের ৪ ওভার বল করে ফেলেছেন। তাঁর পরিবর্ত বিকল্প বোলার নামানো যাবে এবং তিনিও বল করতে পারবেন।


সুপার সাব-এক্স ফ্যাক্টরের চেয়ে কতটা আলাদা


২০০৫-০৬ মরসুমে ওয়ান ডে ক্রিকেটে সুপার সাব নিয়ম অনেকটাই আলাদা ছিল। সেখানে কোনও ব্যাটারের পরিবর্তে কাউকে নামানো হলে তিনি আর ব্যাটিং করতে পারতেন না। আবার কেউ কোনও বোলারের পরিবর্তে মাঠে নামলে শুধু মাঠ থেকে উঠে যাওয়া বোলারের বাকি ওভারগুলোই করতে পারতেন।


বিগ ব্যাশ লিগে রয়েছে এক্স ফ্যাক্টর নিয়ম। সেই নিয়মে ইনিংসের ১০ ওভারের মাথায় পরিবর্ত নামানো যায়। কিন্তু সেক্ষেত্রে আউট হয়ে যাওয়া ব্যাটারের পরিবর্তে কাউকে নামানো যায় না। আর কোনও বোলারের পরিবর্ত নামানো হলে মাঠ থেকে উঠে যাওয়া বোলারকে সর্বোচ্চ এক ওভার বল করতে হয়। তার বেশি ওভার করে ফেললে আর সেই ক্রিকেটারের পরিবর্ত নামানো যায় না।


তবে বোর্ড সূত্রে খবর, টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য কমে ১০ ওভারেররও কম হয়ে দাঁড়ালে সেই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কার্যকরী হবে না। ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে কোনও ওভার শেষ হলে তবেই। তবে ওভারের মাঝপথে কোনও আউট হওয়া ব্যাটারের পরিবর্তে অন্য কোনও ব্যাটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো যাবে। বোলারদের ক্ষেত্রে ওভার চলাকালীন আহত হলে তাঁর পরিবর্তে অন্য বোলারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো যাবে।


আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো