Apple New Feature: আইফোনে ব্যাটারির চার্জ বাঁচাতে নতুন গবেষণা শুরু করেছে টেক জায়ান্ট অ্যাপল। এবার থেকে বেশিক্ষণ ব্যাটারির চার্জ ধরে রাখতে আইফোনে নতুন সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে আগামী দিনে আরও বেশি সময় চলবে আইফোনের ব্যাটারির চার্জ।  


Apple News: মিডিয়া রিপোর্ট বলছে, এখানেই শেষ নয়। আগামী দিনে নতুন উদ্ভাবনা প্রযুক্তি আনার পাশাপাশি সাশ্রয়ী আইফোন আনার কথা ভাবছে কুপারটিনো টেক জায়ান্ট। AppleInsider-এর রিপোর্ট অনুযায়ী,  অ্যাপল ব্যাটারির আয়ু বাড়াতে আইফোনের প্লেব্যাক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার কথা ভাবছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতিটি অ্যাপল ডিভাইস বার, অ্যাপল পেন্সিল মিউজিক বা যেকোনও ধরনের অডিও চালাতে পারে। এদের মধ্য়ে বেশিরভাগেরই মাইক্রোফোন রয়েছে। এখন অ্যাপলের টেকনোক্র্যাটরা সেই মাইক্রোফোনে  সেন্সর ব্যবহার করতে চায়। 


সম্প্রতি, 'অডিও ও বডি মুভমেন্ট বেসড প্রোঅ্যাকটিভ অ্যাকশন'-এর একটি পেটেন্ট আবেদন সামনে এসেছে। মনে করা হচ্ছে , অ্যাপল তাদের আসন্ন আইফোনে এটি ব্যবহার করতে পারে। এর সাহায্যে, ব্যাকগ্রাউন্ডে অডিও বাজানো বন্ধ করে ব্যাটারির চার্জ সংরক্ষণ করা যেতে পারে। অ্যাপল বলেছে, এটি মিউজিক বা অন্যান্য অডিও চালানোর জন্য শুরু করা যেতে পারে।


iPhone 14 Series: ভারতে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছে গত ৭ সেপ্টেম্বর। গত সপ্তাহেই আইফোন ১৪ সিরিজের প্রিবুকিং শুরু হয়েছিল। এবার আইফোন ১৪ সিরিজের কয়েকটি মডেলের বিক্রি শুরু হয়েছে দেশে। শুধুমাত্র আইফোন ১৪ প্লাস ফোনের বিক্রি শুরু হবে দেরিতে। ৮ অক্টোবর থেকে এই ফোন উপলব্ধ হবে দেশে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁদের রয়েছে তাঁরা ৫ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন তাঁরা। অন্যান্য অনলাইন স্টোরেও উপলব্ধ রয়েছে এই জাতীয় ব্যাঙ্ক অফার।


আইফোন ১৪ ফোনের দাম এবং অফার ও উপলব্ধতা
আইফোন ১৪- র বেস মডেল অর্থাৎ ১২৮ জিবি মডেলের দাম ৭৯,৯০০ টাকা। এই ফোনের ২৫৬ জিবি মডেলের দাম ৮৯,৯০০ টাকা। এর পাশাপাশি ৫১২ জিবি মডেলের দাম ১,০৯,৯০০ টাকা। Blue, Purple, Midnight, Starlight, Red- এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৪। এই ফোনের দামে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ইন্সট্যান্ট অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোরে এই ছাড় পাওয়া যাবে। একই ধরনের অফার রয়েছে ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা- র ক্ষেত্রে। অন্যদিকে অ্যামাজনে এক্সচেঞ্জ অফারে ১৬,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্টেও ২২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ থাকছে।