নয়াদিল্লি: ভারতীয় দলের নির্বাচক নিয়োগের নিয়মে বেশ কিছু বদল আনল বিসিসিআই। জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ন্যূনতম ম্যাচ খেলার অভিজ্ঞতা, অবসরের সময়সীমা, বয়সের উর্ধ্বসীমার মতো নতুন নিয়ম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শর্তগুলি পূরণ করতে পারলে তবেই নির্বাচক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন আবেদনকারীরা।
সিনিয়র, জুনিয়র ও মহিলা দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার। জুনিয়র দলের নির্বাচক হতে গেলে অন্তত ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। সিনিয়র পুরুষ ও মহিলা দলের নির্বাচকদের ৫০ বা তার বেশি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও, টেস্ট বা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের ক্রিকেট থেকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে। বয়স ৬০-এর বেশি হওয়া চলবে না। নির্বাচিত হলে শারীরিক পরীক্ষার জন্য রাজি থাকতে হবে।
বোর্ডের সংস্কারের অঙ্গ হিসেবেই এবার নির্বাচক নিয়োগের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। শুধু ক্রিকেট খেলার অভিজ্ঞতা বা বয়সই নয়, এর সঙ্গে আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইপিএল-এর কোনও দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নির্বাচক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি কোনও ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। নির্বাচকদের সংবাদমাধ্যমে কলাম লেখার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবেদনকারীর বিরুদ্ধে অপরাধের রেকর্ড থাকা চলবে না।
বিসিসিআই, কোনও রাজ্য ক্রিকেট সংস্থা বা কোনও সরকারি সংস্থা নির্বাসিত করলে নির্বাচক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না সংশ্লিষ্ট ব্যক্তি। চার বছর বা তার বেশি সময় নির্বাচক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিরা আর আবেদন করতে পারবেন না।
আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচকদের পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হবে। কাজের প্রয়োজনে যে কোনও জায়গায় যাওয়ার জন্য তৈরি থাকতে হবে তাঁদের। বিসিসিআই-এর কোনও সহযোগী সংস্থার বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচক হওয়ার জন্য একগুচ্ছ শর্ত দিল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 03:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -