মুম্বই: আর্থিক সমস্যায় জর্জরিত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর জেরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। আজ বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির নির্দেশে ২৯ অক্টোবর ভারত-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ একদিনের ম্যাচ ওয়াংখেড়ে থেকে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
এ বছরের গোড়ায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজকর্ম পরিচালনার জন্য দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে প্রশাসক কমিটি গঠন করে বম্বে হাইকোর্ট। সেই দুই বিচারপতি এ বছরের ১৪ সেপ্টেম্বর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখভাল করবেন, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণেই কপাল পুড়ল ওয়াংখেড়ের। এর ফলে দীর্ঘদিন পর ফের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই শতাব্দীপ্রাচীন স্টেডিয়ামে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। শেষ টেস্ট ম্যাচ হয় ২০০৯ সালে। সিসিআই কর্তারা স্বল্প সময়ের মধ্যে পিচ তৈরি করার বিষয়ে আত্মবিশ্বাসী।
চতুর্থ একদিনের ম্যাচ ওয়াংখেড়ে থেকে সরল ব্র্যাবোর্নে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2018 08:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -