নয়াদিল্লি: চুক্তি অনুযায়ী বিসিসিআই-এর কাছ থেকে ভারতীয় ক্রিকেটারদের যে অর্থ প্রাপ্য, তার চেয়ে অনেক কম অর্থ পাচ্ছেন তাঁরা। একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রচারিত হয়েছে। জানা গিয়েছে, সম্প্রচার স্বত্বের মোট আয়ের ২৬ শতাংশ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু তাঁরা বাস্তবে পাচ্ছেন মাত্র ৮ শতাংশ অর্থ। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির সদস্যরা এই বেনিয়মের কথা জানতে পেরেছেন। তাঁরা আরও জানতে পেরেছেন, স্পনসরশিপ স্বত্বের শতাংশের ভাগ ও আইসিসি প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রাপ্য, সেটাও পাচ্ছেন না ক্রিকেটাররা। এক্ষেত্রেও তাঁদের অনেক কম অর্থ দেওয়া হচ্ছে।
বিসিসিআই সূত্রে খবর, ২০০১ সালে বিসিসিআই-এর সাধারণ সভায় সম্প্রচার স্বত্বের মোট আয়ের ২৬ শতাংশ ক্রিকেটারদের দেওয়ার প্রস্তাব পাশ হয়। ২০০৪ সালে তৎকালীন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়ের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে এই নিয়ম কার্যকর করেন। বলা হয়, ২৬ শতাংশ অর্থের মধ্যে ১৩ শতাংশ পাবেন আন্তর্জাতিক ক্রিকেটাররা, ১০.৬ শতাংশ পাবেন ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে খেলা ক্রিকেটাররা এবং বাকি অর্থ দেওয়া হবে মহিলা ও জুনিয়র ক্রিকেটারদের। কিন্তু রাজ্য সংস্থাগুলিকে মোট আয়ের ৭০ শতাংশ দেওয়ার পর বিসিসিআই-এর হাতে যে ৩০ শতাংশ অর্থ থাকে, তার মধ্যে থেকে ৮ শতাংশ ক্রিকেটারদের দিয়ে বাকি অর্থ স্টেডিয়াম তৈরি, পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যকলাপ চালানোর ক্ষেত্রে ব্যয় করা হয়।
প্রশাসক কমিটি সূত্রে খবর, ক্রিকেটাররা যাতে বেশি অর্থ পান, তার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিসিসিআই-এর সদস্যরা রাজি নন। তাঁরা ৭০ শতাংশ অর্থ কোন খাতে ব্য করেন, সেটাও জানাতে রাজি নন। ক্রিকেটাররা ঘাম ঝরিয়ে যে অর্থ রোজগারের ব্যবস্থা করেন, সেটাকে নিজেদের অর্থ বলে দাবি করছেন বিসিসিআই-এর সদস্যরা। এ বিষয়ে বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ক্রিকেটারদের সম্প্রচার স্বত্বের আয়ের ১৮ শতাংশ কম অর্থ দিচ্ছে বিসিসিআই!
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2017 10:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -