পুলিশের আপত্তি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ মুম্বইয়ের বদলে হায়দরাবাদে
Web Desk, ABP Ananda | 27 Nov 2019 07:20 PM (IST)
১১ ডিসেম্বর তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে মুম্বইয়ে।
নয়াদিল্লি: ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। এদিনই আবার বি আর অম্বেডকরের প্রয়াণ দিবস। তাঁর অনুগামীরা দাদারে চৈতন্যভূমিতে গিয়ে শ্রদ্ধা জানান। এই দিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে মুম্বই পুলিশ। ফলে মুম্বইয়ের বদলে সিরিজের প্রথম ম্যাচ হবে হায়দরাবাদে। ১১ ডিসেম্বর তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে মুম্বইয়ে। ম্যাচের কেন্দ্র অদল-বদলের বিষয়ে মুম্বই ক্রিকেট সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘মুম্বই ও হায়দরাবাদে ম্যাচের দিন অদল-বদল করতে রাজি হয়েছে বিসিসিআই। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারউদ্দিন রাজি হওয়ায় কোনও সমস্যা হয়নি।’ অন্য একটি সূত্রে খবর, পুলিশের আপত্তি থাকায় মুম্বই থেকে ম্যাচ সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচের দিন অদল-বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজহার। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে।