মুম্বই: মাসখানেক আগেই বিরাট মূল্যে আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তারপরেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছিলেন এই বাড়তি অর্থ দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও ঢেলে সাজানোর কাজে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন সৌরভরা
যেমন কথা তেমনই কাজ। শুরু হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আর্থিক উন্নতির কাজ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার (২১ জুলাই) বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ও সচিব জয় শার সঙ্গে বৈঠকে বসেছিলেন সৌরভ। সেই বৈঠকের পরেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফি (Ranji Trophy) বিজয়ীরা দুই কোটি টাকা পুরস্কারমূল্য হিসাবে পেতে চলেছেন।
গত মরসুমে রঞ্জিতে 'এলিট' এবং 'প্লেট' গ্রুপের বিভাজন ছিল না। তবে ভারতের সেরা লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে আবার আসন্ন মরসুম থেকে 'এলিট' এবং 'প্লেট' গ্রুপের বিভাজন থাকবে। ৩২টি 'এলিট' দলকে আটটি দলের চারটি গ্রুপে ভাগ করা হবে। আর অবশিষ্ট ছয়টি দল থাকবে 'প্লেট' গ্রুপে। সম্ভবত ডিসেম্বর মাস থেকে রঞ্জি ট্রফির মরসুম শুরু হতে চলেছে। চমক এখানেই শেষ নয়। গত মরসুমে রঞ্জি ট্রফিতে 'ডিআরএস' না থাকাকে কেন্দ্র করে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার আসন্ন মরসুমে টেলিভেশনে যে সমস্ত ম্যাচ দেখানো হবে, তার সবকয়টিতেই 'ডিআরএস' থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
সেপ্টেমরে শুরু মরসুম
তবে ভারতীয় বোর্ড 'লিস্ট এ' টুর্নামেন্ট 'দেওধর ট্রফি'-কে সম্ভবত বাদ দিতে চলেছেন। এত ম্যাচ খেলা সম্ভবপর নয়, এই ধারণা থেকেই 'দেওধর ট্রফি' বাতিলের সিদ্ধান্ত। সেপ্টেম্বরে 'দিলীপ ট্রফি' দিয়ে এ বছরের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। পাশাপাশি মহিলাদের অনুর্ধ্ব-১৬ বিভাগেও একটি নতুন টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা রয়েছে। বলাই বাহুল্য, ভারতের ঘরোয়া ক্রিকেটে কিন্তু বেশ বড় রকমের ভোলবদল হতে চলেছে।
: