লর্ডস: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লর্ডসে সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের ব্য়াটার বেন ডাকেট। আর এই সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গেই ডন ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন এই ইংলিশ ওপেনার। লর্ডসে শুক্রবার ১৫০ বলে ১৫০ রান পূরণ করেন ডাকেট। যা লর্ডসের মাটিতে টেস্টে দ্রুততম দেড়শো রান কোনও ব্যাটারের। এছাড়াও ১৯২৪ সালের পর প্রথম ব্যাটার হিসেবে লর্ডসে লাঞ্চের আগেই সেঞ্চুরি পূরণ করলেন কোনও ব্যাটার। ২৮ বছরের এই তরুণ ব্যাটারের জন্য বিশেষ দিন ছিল, কারণ এটি ছিল ডাকেটের দ্বিতীয় টেস্ট শতরান ও ঘরের মাঠে প্রথম।
এর আগে ১৯৩০ সালে ১৬৬ বলে লর্ডসে টেস্টে দেড়শো রান পূরণ করেছিলেন ডন ব্র্যাডম্যান। শুক্রবার লর্ডস টেস্টে ১৬ বল কম খেলেই দেড়শো রান পূরণ করেন ডাকেট। ইংল্য়ান্ডের ব্যাটার শেষ পর্যন্ত ১৮২ রানের ইনিংস খেলে আউট হন। ম্যাচে আরেক ইংলিশ ব্য়াটার ওলি পোপ দ্বিশতরানের ইনিংস খেলেন।
দিনের শেষে ডাকেট বলেন, ''সবাই বলে যে লর্ডসে সেঞ্চুরির মাহাত্ম্যই আলাদা। তাই এই মাঠে সেঞ্চুরির অনুভূতিই আলাদা। ওলি পোপের সঙ্গে পার্টনারশিপ গড়তে পেরে ভাল লাগছে। ক্রিজের উল্টোদিকে দাঁড়িয়ে পোপের ব্যাটিং দেখার মজাটাই আলাদা।'' বেন ডাকেট প্রথম দিনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে। দ্বিতীয় দিনে তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে। তিনি ১৫০ রানের গণ্ডি টপকে যান ২০টি বাউন্ডারির সাহায্যে ১৫০ বলে।
পোপ আবার এদিন ১৬৬ বলে দেড়শোর রানের গণ্ডি পূরণ করেন। সেক্ষেত্রে ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন পোপ। তিনি ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৬ বলে ১৫০ রানের গণ্ডি টপকে যান। অন্য়দিকে ২৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে ১৮২ রানের ইনিংস খেলে আউট হন।
পোপ তাঁর ইনিংসে মোট ২২টি বাউন্ডারি হাঁকান। ৩টি ওভার বাউন্ডারিও হাঁকান। শেষ পর্যন্ত ২০৭ বলে ব্যক্তিগত দ্বিশতরান পূরণ করেন পোপ। তিনি ভেঙে দেন ইয়ান বোথামের রেকর্ড। ১৯৮২ সালে ইংল্য়ান্ডের মাটিতে ২২০ বলে ভারতের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন বোথাম। যা ছিল যে কোনও ব্য়াটারের ইংল্যান্ডের মাটিতে হাঁকানো দ্রুততম দ্বিশতরান। সেই রেকর্ডও টপকে পোপ এদিন ২০৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ২০৫ রানে আউট হন তিনি।