লন্ডন: কিছুদিন আগেই ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের অধিনায়ক নির্বাচিত হয়েছে। এবার কাউন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বেন স্টোকস। ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ডারহ্যামের হয়ে এ মরশুমে প্রথমবার কাউন্টি খেলতে নেমেছিলেন সদ্য ইংল্যান্ড টেস্ট অধিনায়ক নিযুক্ত হওয়া স্টোকস। তাঁর শুধু ঝড় উঠল। ৪৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করার পর মাত্র ১৭ বলেই নিজের শতরান করে ফেললেন স্টোকস। বাঁ-হাতি অফ স্পিনার জোস বেকারের এক ওভারেই উঠল ৩৪ রান। খালি ওভারের শেষ বলে অল্পের জন্য ছক্কা হাঁকাতে পারেননি তিনি। মধ্যাহ্নভোজের বিরতির পর দেড়শোর গণ্ডি পেরোলেও পরে ব্রেট ডি'অলিভিয়েরার বলে আউট হন তিনি। ৮৮ বলে তাঁর ১৬১ রানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও ১৭টি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই স্টোকস প্রথম শ্রেণির ক্রিকেটে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন। ডবল সেঞ্চুরির কম রান করা কোনও প্রথম শ্রেণির ইনিংসে স্টোকসের থেকে বেশি ছক্কা আর কেউ মারেননি। তিনি টপকে গেলেন গ্রাহাম নেপিয়ারকে। নেপিয়ার এসেক্সের হয়ে সারের বিরুদ্ধে ২০১১ সালে নিজের ইনিংসে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।
দেশের ৮১তম টেস্ট অধিনায়ক
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের ৮১তম অধিনায়ক বেন স্টোকস। প্রথম একাদশে সবসময়ই অটোমেটিক চয়েস স্টোকস (Ben Stokes)। ইংল্য়ান্ডের (England) ক্রিকেট দলের নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি স্টোকসের নাম পাঠিয়েছিলেন অধিনায়কের পদের জন্য। এদিন ইসিবির তরফে স্টোকসকেই বেছে নেওয়া হয়েছে ইংল্য়ান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে। এর আগে রুট যখন অধিনায়ক ছিলেন, তখন টেস্ট স্কোয়াডের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন স্টোকস।
স্টোকসকে নিয়ে বার্তা