নয়াদিল্লি: প্রয়াত ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বাবা। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন ক্যান্সারে ভুগছিলেন। গতকাল তাঁর লড়াই শেষ হল।


বাবা জেড স্টোকসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে এই ক্রিকেটার লিখেছেন, ‘আমরা এখন আলাদা জায়গায়। তবে আমি জানি, তোমার মুখে সবসময় হাসি লেগে আছে। তাই তোমার কথা ভাবলেই আমি সবসময় হাসি। তোমার প্রতি চিরকাল ভালবাসা থাকবে।’


জেডও ক্রীড়াবিদ ছিলেন। তবে তিনি রাগবি খেলোয়াড় ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে রাগবি খেলেছেন। এছাড়া ওয়ার্কিংটন টাউন ক্লাবের হয়েও তিনি খেলেছেন। পরবর্তীকালে তিনি এই ক্লাবের কোচও হন। তাঁর ক্লাবের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। ট্যুইটে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রাক্তন খেলোয়াড় ও কোচ জেড স্টোকস প্রয়াত হয়েছেন। এই ক্লাবের ইতিহাসে জেডের অবদানের কথা লেখা রয়েছে। আমরা তাঁর অভাব অনুভব করব। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওয়েস্ট কামব্রিয়াতে এখনও জেডের অনেক বন্ধু আছেন। তাঁদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।’

বেন এখন ইংল্যান্ড দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন। টি-২০ সিরিজ ৩-০ জিতেছে ইংল্যান্ড। তবে হোটেলের দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় দু’দেশের বোর্ডের সম্মতিতে একদিনের সিরিজ বাতিল করা হয়েছে। ইসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দল বৃহস্পতিবার কেপ টাউন থেকে দেশের উদ্দেশে রওনা হবে।

গত বছর জেডের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তাঁর চিকিৎসা শুরু হয়। ইসিবি-র পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলাকালীন বেনকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়, যাতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও, বাবার অসুস্থতার জন্যই তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে দেরিতে পৌঁছন। বাবার জন্য সবসময় তাঁর উদ্বেগ ছিল। তাঁর বাবার প্রয়াণের খবর আসার পর রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। ট্যুইটে লেখা হয়েছে, ‘শান্তিতে বিশ্রাম নিন জেড স্টোকস। আমরা তোমার সঙ্গে আছি বেন। তুমি আমাদের বিশেষ ক্রিকেট পরিবারের অন্যতম সেরা চরিত্র। তোমার ও তোমার পরিবারের পাশে আছি আমরা।’

ইসিবি-র পক্ষ থেকেও জেডের প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে। ট্যুইটে লেখা হয়েছে, ‘আমরা বেন স্টোকস ও তাঁর পরিবারের পাশে আছি।  তাঁর বাবা জেডের প্রয়াণে আমরা শোকাহত।’