মুম্বই:  ‘ভাগ বিনি ভাগ’। মাত্র পাঁচদিন হল নেটফ্লিক্সে লঞ্চ করেছে এই সিরিজ। তারমধ্যে সাড়া ফেলে দিয়েছেন বিন্দিয়া আকাঙ্খি ভাটনগর ওরফে বিনি ভাটনগর। এই চরিত্রে তাঁর স্বতস্ফূর্ত অভিনয় দেশের গণ্ডি পেরিয়ে সাড়া ফেলেছে বিদেশেও। স্বরা ভাস্বরের অভিনয়ের প্রশংসা করে ট্যুইট করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন। তাইওয়ান সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট

মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিনি। পরিবারের আশা-আকাঙ্খা পূরণ করার শিক্ষায় সে বড় হয়েছিল। বাবা-মা ও তাঁর দীর্ঘসময়ের প্রেমিকের মতে হ্যাঁ বলেই অভ্যস্ত ছিল সে। সকলের ইচ্ছাপূরণ না বলে নিজের স্বপ্নপূরণের জন্য এগোতে শুরু করে সে। এই বিনিকে ঘিরেই ভাগ বিনি ভাগ-এর কাহিনী। বিনি মন ছুঁয়ে গিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টেরও। ভারতে তাইওয়ানের অফিসের উপ অধিকর্তা ডঃ মুমিন চেন ট্যুইট করেছেন, ’’ স্বরা, আপনার নতুন ওয়েবসিরিজের জন্য আপনাকে অভিনন্দন। তাইওয়ানের প্রেসিডেন্ট ও নাগরিক হ্যালো বলার জন্য আমি কি আপনাকে অনুরোধ করতে পারি? তারা নেটফ্লিক্স থেকে আপনার অভিনয় দেখতে পারে।‘‘

এমন আবেগঘন ট্যুইটের প্রত্তুত্তরে স্বরা লিখেছেন, ’’ আপনার এই প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। প্রেসিডেন্টকে আমার শ্রদ্ধা জানাবেন। তাঁর দৃঢ় প্রত্যয় এবং রাজনৈতিক সংকল্পের জন্য তাঁর প্রশংসা করছি। তিনি যেভাবে করোনা মোকাবিলা করেছেন তাও প্রশংসনীয়।‘‘



এরপরেই প্রেসিডেন্ট নিজেই ট্যুইট করেন। ’’ভারতে আমাদের বন্ধু আছে জেনে ভালো লাগছে বিশেষ করে আপনার মতো সৃষ্টিশীল একজন মানুষ। এইরকম চ্যালেঞ্জিং সময়ে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সাহস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে তাইওয়ানে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’#ভাগবিনিভাগ-এর প্রতি রইল শুভকামনা।‘‘

আপ্লুত স্বরা পাল্টা লিখেছেন ’’ এই ভালোবাসামাখা বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। তাইওয়ান যাওয়ার জন্য তর সইছে না। আপনি যে ভাবে গণতন্ত্র পরিচালনা করছে্ন, তা অনুপ্রেরণামূলক।