কলকাতা: টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক বিতর্কের আঁচ এখনও বেশ গনগনে। বিরাট কোহলিকে (Virat Kohli) টেস্ট দলের অধিনায়ক রেখে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড। যা নিয়ে তুমুল জলঘোলা হয়।


জাতীয় দলের ছায়া যেন এবার বঙ্গ ক্রিকেটেও। সব কিছু ঠিকঠাক চললে বাংলার ক্রিকেটেও এবার দেখা যেতে চলেছে দুই অধিনায়ক। একজন সীমিত ওভারের ক্রিকেটের দুই ফর্ম্যাট, অর্থাৎ বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন। অপরজন রঞ্জিতে বাংলা দলের অধিনায়ক থাকবেন।


চলতি মরসুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ চট্টোপাধ্য়ায় (Sudip Chatterjee)। তবে সিএবি সূত্রে খবর, আসন্ন রঞ্জি ট্রফিতে বারাসতের বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক হিসাবে দেখার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। রঞ্জিতে বাংলা দলের অধিনায়ক হওয়ার ব্যাপারে হট ফেভারিট অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)।


কেন সুদীপের পরিবর্তে অভিমন্যুকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে সিএবি? বঙ্গ ক্রিকেটের শীর্ষ কর্তা থেকে শুরু করে নির্বাচক, সকলের সঙ্গেই কথা বলে উঠে এল একটাই নির্যাস। শেষবার রঞ্জি ট্রফিতে অভিমন্যুর নেতৃত্বেই ফাইনাল খেলেছিল বাংলা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারলেও, সেই পারফরম্যান্সকে উপেক্ষা করতে পারছেন না কেউই। গতবার করোনা পরিস্থিতিতে রঞ্জি ট্রফি হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। এবার অনুষ্টুপকে সৈয়দ মুস্তাক আলির দলে রাখা হয়নি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে বিজয় হাজারে ট্রফির দলে তাঁকে ফেরানো হয়। রঞ্জিতেও তিনি থাকবেন। কিন্তু নির্বাচকেরা এমন কাউকে দায়িত্ব দিতে চাইছেন, যিনি আগামী কয়েক বছর অধিনায়ক থাকতে পারবেন। সেই দিক থেকে সাঁইত্রিশের অনুষ্টুপের চেয়ে ছাব্বিশের অভিমন্যু অনেক এগিয়ে।


আরও পড়ুন: সিডনি টেস্টের আগে করোনা আক্রান্ত গোলাপি টেস্টের জনক ম্যাকগ্রা


পাশাপাশি সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেঞ্চুরি করে এসেছেন অভিমন্যু। ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। তাই ডানহাতি ওপেনারের দিকে পাল্লা অনেক ভারি।


বাংলার নির্বাচক প্রধান শুভময় দাস বলছেন, 'রঞ্জি ট্রফি শুরু হতে আর বেশি দেরি নেই। শীঘ্রই অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে।' খুব বড়সড় কোনও বদল না হলে অভিমন্যুই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলার হয়ে টস করতে যাবেন।