মোহালি: মুস্তাক আলি টি-টোয়েন্টির (Sayed Mustaq Ali T20) প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অসমের বিরুদ্ধে হেরে গেল বাংলা (Bengal Cricket Team)। ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল রিয়ান পরাগের (Riyan Parag) দল। ঝোড়ে অপরাজিত অর্ধশতরান হাঁকালেন রিয়ান পরাগ (Riyan Parag)। এদিন প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল বাংলা দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান প্রথমে বোর্ডে তুলে নিয়েছিল বাংলা। বাংলার হয়ে করণ লাল ২৪ ও অভিষেক পোড়েল ২৩ রান হাঁকিয়েছিলেন। অসমের বোলারদের মধ্যে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ সেনগুপ্ত।
জবাবে ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ১৪২ রান তুলে নেয় ২ উইকেট হারিয়ে। রিয়ান পরাগ ছাড়াও বিশাল রয় ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলার হয়ে মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১ টি করে উইকেট নেন।
এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে ভাল শুরু করলেও মাত্র ২১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে অভিষেক পোড়েল। অধিনায়ক সুদীপ ঘরামি ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শাহবাজ মাত্র ৫ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। শেষদিকে করণ লালের সঙ্গে কৌশিক মাইতি কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। ২১ রান করেন তিনি।
রান তাড়া করতে নেমে দানিস দাসকে ফেরান মুকেশ কুমার। তিনি ১০ রান করে আউট হন। মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আরেক ওপেনার ঋষভ দাস ২৬ বলে ৩১ রান করেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি নিজের ইনিংসে। তাঁকে শাহবাজ ফেরান। এরপরই রিয়ান পরাগ ও বিশাল রয় মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়ান।
চলতি মরসুমে মহারাষ্ট্রের কাছে হারের পর বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা ক্রিকেট দল। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা। এরপর যদিও ঘুরে দাঁড়ায় তাঁরা। পরপর ম্যাচ জিতে নিয়েছিল। এবারের টুর্নামেন্টে তরুণ সুদীপ ঘরামিকে অধিনায়ক করে মাঠে নেমেছিল বাংলা। তিনি নিজেও ভাল পারফর্ম করেছিলেন টুর্নামেন্টে। তবে দলকে সাফল্য পাইয়ে দিতে ব্যর্থ হলেন।