রেলওয়েজের বিরুদ্ধে বাংলাকে লড়াইয়ে রাখলেন বোলাররা
Web Desk, ABP Ananda | 27 Oct 2016 07:38 PM (IST)
ধর্মশালা: ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের অসাধারণ পারফরম্যান্সের জেরে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে লড়াইয়ে থাকল বাংলা। প্রথমে ব্যাট করে মনোজ তিওয়ারির দল ২০৫ রানে অলআউট হওয়ার পর অশোক ডিন্ডাদের দাপটে দিনের শেষে রেলওয়েজের সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান। দ্বিতীয় দিনও বোলাররা এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে প্রথম দু ম্যাচের মতো এই ম্যাচ থেকেও পয়েন্ট পেতে পারে বাংলা। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারায় বাংলা। দ্বিতীয় উইকেটে সায়নশেখর মন্ডল (২৫) ও সুদীপ চট্টোপাধ্যায় (৮৫) ৫২ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু এরপরেই বাংলার ব্যাটিং লাইনআপে ধস নামে। অধিনায়ক মনোজ ও ঋদ্ধিমান সাহা কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। অগ্নিভ পান (২৭) ও ডিন্ডা (৩০) রুখে না দাঁড়ালে বাংলার রান ২০০ টপকাত না। গোটা ইনিংসে মাত্র পাঁচ জন দু অঙ্কের রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজও পাল্টা চাপে পড়ে গিয়েছে। ডিন্ডার জোড়া উইকেট এবং অমিত কুইলা ও সায়ন ঘোষের একটি করে উইকেটের সুবাদে ম্যাচে ফিরে এসেছে বাংলা।