কলকাতা: বাংলা দলের নামিবিয়া সফর বাতিল হয়ে গেল। প্রাক মরসুমের প্রস্তুতি সারতে নামিবিয়া (Namibia) উড়ে যাওয়ার কথা ছিল শাহবাজ আহমেদ, আকাশ দীপদের। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Indian Cricket Board) অনুমতি মেলেনি। তাই বাতিল হয়ে গেল এই সফর। আসন্ন টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপে অংশ নিতে চলেছে নামিবিয়া। সেই দলের বিরুদ্ধেই খেলতে নামার কথা ছিল বাংলা দলের। কিন্তু বিসিসিআইয়ের তরফে এক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নামিবিয়া সফরে দলকে পাঠাতে পারবে না সিএবি।


বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরসুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিন বোলিং কোচ। ফের প্রাক মরসুম প্রস্তুতির জন্য বিদেশ সফর পাড়ি দেওয়ার কথা ছিল বাংলা দলের। এই সফর হলে বাংলা দলের কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লরও এটা প্রথম বিদেশ সফর হত। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হওয়ার কথা নামিবিয়ার। তার আগেই বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিত নামিবিয়া ক্রিকেট দল। কিন্তু বিসিসিআই অনুমতি না দেওয়ায় তা আর হচ্ছে না। 


বাংলা ছাড়তে চলেছেন সুদীপ চট্টোপাধ্যায়?


এদিকে বাংলা ক্রিকেট দলের দীর্ঘদিনের সৈনিক সুদীপ চট্টোপাধ্যায় এবার বাংলা ছাড়তে চলেছেন। অন্তত তেমনই সূত্রের খবর। সুদীপ এখনও এনওসি চাননি। তবে শোনা যাচ্ছে যে আসন্ন মরসুমে ত্রিপুরার হয়ে খেলতে পারেন এই ব্য়াটার। এর আগে বাংলা ছেড়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি ত্রিপুরার হয়ে আসন্ন মরসুমে খেলবেন। সেই পথেই কি তাহলে হাঁটতে চলেছেন সুদীপ? বাংলার আগের কোচ অরুণ লালের সঙ্গে সুদীপের অম্লমধুর সম্পর্কের আঁচ পাওয়া গিয়েছিল। তার ওপর নামিবিয়া সফরের জন্য যে বাংলা দল ঘোষণা করা হয়েছিল, সেই দলে জায়গা মেলেনি সুদীপের। এরপরই না কি সিএবির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুদীপের। যদিও এই বিষয়ে সিএবির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।


আরও পড়ুন: সোনা জয়ের হাতছানি সিন্ধু, লক্ষ্যর, কমনওয়েলথের শেষদিনেও বাজিমাত করবে ভারত?