বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটনায় বিজেপির নিশানায় কর্ণাটকের কংগ্রেস সরকার। ১৭ বছরের অপেক্ষার পর ১৮তম বছরে এসে  RCB IPL চ্যাম্পিয়ন হয়েছে। যা নিয়ে আবেগে ভাসছে বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিতে বহু ফ্যান এদিন হাজির হয়ে যান। আর সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ভিড়ের হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে যায়। যাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, জখম ২৫-এর আশপাশে। এনিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হল বিজেপি।

বিজেপির অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখলেন, "বেঙ্গালুরুতে পদপিষ্টের মর্মান্তিক ঘটনা। আতঙ্কে পরিণত হল আনন্দ-উদযাপন। RCB আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কর্ণাটক রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠান পদপিষ্টের ঘটনা ঘটল। খারাপ পরিকল্পনা ও ভিড় নিয়ন্ত্রণে অব্যবস্থার কারণে এই পরিস্থিতি। ৭ জনের মৃত্যু হয়েছে (এখন প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে), ১৬ জন আহত (এই সংখ্যাটাও বেড়েছে), অনেকেই গুরুতর অবস্থায়। মর্মান্তিক এই ঘটনা এড়ানো যেত। রাজ্য সরকারের ন্যূনতম প্রশাসনিক দূরদর্শিতার অভাব এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই অপূরণীয় ক্ষতি হয়েছে। জবাবদিহি করতে হবে। জীবনগুলো দুর্ঘটনার কারণে নয়, অবহেলার কারণে ঝরেছে।"