লর্ডস: বিদেশের মাটিতে অন্যতম সেরা টেস্ট জয়। লর্ডসের মাটিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। স্বাধীনতা দিবসের পরের দিনই ব্রিটিশ ভূমিতেই এসেছে জয়। ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এর থেকে খুশির মুহূর্ত হতে পারে না কোনও ভারতীয়র জন্য।


ম্যাচের পর বিরাট বলেন, 'স্বাধীনতা দিবসের পরের দিনই এই সাফল্য এল। আমার মনে হয় এখানকার ও আমাদের দেশের সব ভারতীয়ের জন্য সেরা অনুভূতি স্বাধীনতার পরের দিনই। আমরা তা উপহার দিতে পারলাম।' তিনি আরও বলেন, 'আমাদের এখনও আরও তিনটে ম্যাচ খেলতে হবে। আর প্রত্যেক ম্যাচেই একই মানসিকতা নিয়ে মাঠে নামব আমরা।' প্রথম টেস্টেও জয়ের খুব কাছেই পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু সেই ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয়। বিরাট কিন্তু সিরিজ জয়েরও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। এর আগে ইংল্যান্ডের মাটিতে তিনবার সিরিজ জিতেছে ভারত। ১৯৭১, ১৯৮৬ ও ২০০৭ সালে ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজে জয় পেয়েছিল ভারতীয় দল। 


পেস বোলিং বিভাগে দুর্দান্ত পারফর্ম করেছে গোটা ম্যাচে। লর্ডসের মাটিতে এই নিয়ে ১৯ বার খেলে তৃতীয় জয় পেল টিম ইন্ডিয়া। কোহলি বলেন, 'গোটা দলের জন্য আমি গর্বিত। প্রথম তিন দিনে কোনও সুবিধে পাওয়া যায়নি পিচ থেকে। বুমরা ও শামি যেভাবে ব্যাটিং করেছে, তা এক কথায় অনবদ্য।'


উল্লেখ্য, ম্যাচের শেষদিনে শামির অর্ধশতরান ও তাঁর সঙ্গে বুমরার পার্টনারশিপের ওপর ভর করে স্কোরবোর্ডে অনেকটাই রান নবম উইকেটে যোগ করে ভারত। এরপর ইংল্যান্ডের সামনে ৬০ ওভারে জয়ের লক্ষ্য রাখা হয় ২৭২ রান।


তবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ২ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। বুমরা ইনিংসের প্রথম ওভারেই তুলে নেন রোরি বার্নসকে। ডম সিবলিকে পরের ওভারেই ফেরান মহম্মদ শামি। এরপর রোহিত শর্মা হাসিব হামিদের ক্যাচ ফেলে দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইংরেজ ব্যাটসম্যান। ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হন তিনি। এরপর জনি বেয়ারস্টোকে তুলে নেন ইশান্ত শর্মা। কিছু পরেই ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক জো রুট ফেরেন বুমরার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে। ৩৩ রান করে।


অবশেষে আর ৮.১ ওভার বাকি থাকা অবস্থায় ইংল্যান্ডকে ১২০ রানে অল আউট করে দেয় ভারত। ৫২তম ওভারে তিন বলের ব্যবধানে বাটলার ও অ্যান্ডারসনকে ফেরান সিরাজ। ইনিংসে তিনি ৪ উইকেট নিয়েছেন। তিনটি উইকেট বুমরার। ইশান্ত শর্মা ২টি ও শামি একটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করায় ম্যাচের সেরা হয়েছেন কে এল রাহুল।