রাঁচি: দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা পিচের দোহাই দিই না। পিচকে সমীকরণের বাইরে রাখাই আমাদের লক্ষ্য। জোহানেসবার্গ, মেলবোর্ন বা মুম্বই, যেখানেই খেলা হোক না কেন, আমরা পিচ নিয়ে মাথা ঘামাই না। আমাদের যেরকম ব্যাটিং লাইনআপ, তাতে যদি বড় রান তুলতে পারি, তাহলে বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার মতো বোলার আছে। সেটা করতে পারলেই আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাব।’


আজ জয় পাওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচে ২৪০ পয়েন্ট নিয়ে সবার আগে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট ৬০। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে জয় পেলে অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেবে ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা। তাঁর প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, ‘একজন ওপেনারের মানসিকতা অন্যরকম হওয়া দরকার। রোহিত সেটা করতে পেরেছে। ওর মাথায় ছিল, কঠোর পরিশ্রম করতে হবে এবং যখন পিচের অবস্থার উন্নতি হবে, তখন তার ফায়দা তুলতে হবে। ঠিক সেটাই ও করতে পেরেছে। ভারতে সাধারণত দু’জন খেলোয়াড়ই প্রচারের যাবতীয় আলোয় থাকে। কিন্তু এক্ষেত্রে ৬-৭ জন খেলোয়াড় নজর কেড়ে নিয়েছে। (অজিঙ্কা) রাহানেও ছন্দ ফিরে পেয়েছে।’