রাঁচি: তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারিয়ে সিরিজ ৩-০ জিতে নিল ভারতীয় দল। আজ চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকার বাকি দু’টি উইকেট তুলে নিতে ভারতের লাগল মাত্র দুই ওভার। মহম্মদ শামি প্রথম ওভারে কোনও উইকেট নিতে পারেননি। তবে পরের ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে চোট পাওয়া ডিন এলগারের পরিবর্ত হিসেবে ব্যাট করতে নামা টিউনিস ডে ব্রুইন (৩০) ও লুঙ্গি এনগিডিকে আউট করে দেন শাহবাজ নাদিম। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৩ রানে। ফলে সহজ জয় পায় ভারত। এই নিয়ে পরপর দু’টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারত। ১৯৩৫-৩৬ মরসুমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর এই প্রথম টানা দুই বা তার বেশি টেস্ট ম্যাচ ইনিংসে হারল দক্ষিণ আফ্রিকা।
গতকাল তৃতীয় দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল, রাঁচি টেস্টেও জয় পাচ্ছে ভারতীয় দল। গতকাল দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮ উইকেটে ১৩২। আজ শুধু বাকি দু’টি উইকেট পড়ার অপেক্ষা ছিল। তার জন্য অবশ্য বেশি সময় লাগেনি। ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন শামি। তাঁর দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে একটি রান হয়। আজ আর কোনও রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নাদিমের ওভারের পঞ্চম বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডে ব্রুইন। পরের বলটি মিড অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করেন এনগিডি। কিন্তু বলটি নন-স্ট্রাইকার অ্যানরিখ নর্তের কাঁধে লেগে নাদিমের হাতে চলে যায়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ইনিংস ও ২০২ রানে তৃতীয় টেস্ট জিতল ভারত, সিরিজ ৩-০
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2019 09:49 AM (IST)
পরপর দু’টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -