নয়াদিল্লি: আগামী টোকিও অলিম্পিক্স গেমসে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের মহিলা রেস ওয়াকার ভাবনা জাঠ। টোকিও অলিম্পিক্সের ২০ কিমি রেসওয়াক ইভেন্টে অংশগ্রহণের ছাড়পত্র পেলেন তিনি। শনিবার জাতীয় রেস ওয়াক চ্যাম্পিয়নশিপে নতুন জাতীয় রেকর্ড করেছেন তিনি।
রাজস্থানের ২৪ বছরের এই খেলোয়াড় সপ্তম জাতীয় রেস ওয়াক চ্যাম্পিয়নশিপে ১ ঘন্টা ২৯ মিনিট ও ৫৪ সেকেন্ড সময় নিয়ে জয়ী হয়েছেন। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য ১ ঘন্টা ৩১ মিনিট। সেই সময়সীমার চেয়ে কম সময় নিলেন তিনি।
এই বিভাগে তাঁর আগের সেরা সময় ছিল ১:৩৮:৩০।
যদিও প্রিয়ঙ্কা গোস্বামী অল্পের জন্য যোগ্যতামান অর্জন করতে পারেননি। টোকিও-র জন্য নির্ধারিত সময়ের চেয়ে মাত্র ৩৬ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তিনি।
পুরুষদের ইভেন্টে সন্দীপ কুমার অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতে পারলেন না। এক্ষেত্রে নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা ২০ মিনিট। কিন্তু রেস সম্পূর্ণ করতে এর চেয়ে ৩৪ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তিনি। টোকিওতে খেলার জন্য কুমারের নজর থাকবে আসন্ন এশিয়ান রেস ওয়াক চ্যাম্পিয়নশিপে। আগামী মাসে জাপানে এই প্রতিযোগিতা হবে।
এর আগে গত বছর জাপানের নোমিতে অনুষ্ঠিত এশিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে ২০ কিমি ইভেন্টে চতুর্থ হয়ে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন কে টি ইরফান। জাতীয় রেকর্ডের অধিকারী এই অ্যাথলিট সময় করেছেন এক ঘণ্টা ২০ মিনিট ৫৭ সেকেন্ড।