নয়াদিল্লি ও ওভাল: গ্রুপ লিগের মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার চিন্তায় এখন সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্যান্য ম্যাচের মতোও মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শে উপকৃত হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কত্ব ছাড়ার পর মাঠে কোহলির পরামর্শদাতা হিসেবে দেখা গিয়েছে ধোনিকে। রেফারেল নেওয়ার ক্ষেত্রে ধোনির কথাকেই গুরুত্ব দেওয়া হয়। কোহলিও বলেছেন, মাঠে এমএসের মতো কেউ একজন রয়েছেন। এমন সুযোগ কী কেউ ছাড়ে!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ তম ওভার কোহলি জসপ্রিত বুমরাহকে দিয়ে করাতে চেয়েছিলেন। ওই সময় কোহলি উইকেটকিপার ধোনির পাশে স্লিপে ছিলেন। ধোনি কোহলিকে বুমরাহর বদলে ভূবনেশ্বর কুমারকে দিয়ে বোলিং করানোর পরামর্শ দেন। ধোনির পরামর্শ মেনে কোহলি বল দিলেন ভুবিকে।
বল হাতে ওই ওভারে আগুন ছোটালেন ভূবি। ওই ওভারে মাত্র ৫ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। হ্যাটট্রিকের মুখে থাকলেও হ্যাটট্রিকটা অবশ্য হয়নি। কিন্ত দক্ষিণ আফ্রিকার রান তখন দাঁড়ায় ৯ উইকেটে ১৮৯ রান।
এরপর আর মাত্র ২ রান যোগ করে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
আরও একবার ধোনির পরামর্শ কাজে এল কোহলির
ABP Ananda, web desk
Updated at:
13 Jun 2017 01:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -