মুম্বই: অধিনায়ক বিরাট কোহলির জমানা কি শেষের পথে। অন্তত তেমনই সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। লাল বলের ক্রিকেটে ক্যাপ্টেন্সি করলেও সাদা বলের ক্রিকেটে হয়তো নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়ত সেক্ষেত্রে বিরাটের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শেষ টুর্নামেন্ট হতে পারে।
অধিনায়ক হওয়ার পর থেকে টেস্টে সাফল্য পেলেও সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পাননি বিরাট। বিশ্বকাপ হারতে হয়েছে সেমিফাইনালে উঠেও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও হারতে হয়েছে। শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ জয় ছাড়াও কোনও আইসিসি ট্রফি ঝুলিতে নেই। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিরাট নাকি নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এই বিষয় ঘোষণাও করবেন তিনি। শুধুমাত্র ব্য়াটিংয়ে মন দিতে চান তিনি।
দীর্ঘদিন ধরেই ব্যাটে শতরান নেই বিরাটের। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর থেকে বেশ কয়েকবার অর্ধশতরানের গণ্ডি পার করলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাই ব্য়াটিংয়েই মন দিতে নেতৃত্বের চাপ মাথা থেকে সরাতে চান কোহলি।
কিন্তু এখন প্রশ্ন হল তাহলে বিরাটের জুতোয় পা গলাবেন কে? খুব স্বাভাবিকভাবেই রোহিত শর্মাই প্রবল দাবিদার। সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে সাফল্য এনে দিয়েছেন। নিদাহাস ট্রফি জিতেছেন। এছাড়াও আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। ৪ বার তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট জিতেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভারতের অনেক তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞও রোহিতকে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন।
তবে আরও একটা ব্যাপার কাজ করছে। বিরাটের বয়স এখন ৩২। অন্যদিকে রোহিতের বয়স এখন ৩৪। এই পরিস্থিতিতে রোহিত নাকি, অন্য কোনও তরুণ ক্রিকেটারের কাঁধে জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত সেদিকেও লক্ষ্য রাখা হবে।