মেলবোর্ন: শনিবার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে দর্শকঠাসা এমসিজিতে মেলবোর্ন স্টার্স মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনিগেডস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মেলবোর্ন স্টার্সের বোলাররা বিপক্ষ ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখেন নিয়মিত উইকেট তুলে নিয়ে। রেনিগেডসের হয়ে শন মার্শই একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪৩ রান করেন তিনি। শেষপর্যন্ত লেগ স্পিনার সন্দীপ লামিছানের বলে আউট হন তিনি। এক্ষেত্রে বোলারের চেয়ে ফিল্ডিংয়ের কৃতিত্বই সবচেয়ে বেশি। লং অন বাউন্ডারিতে বেন ডাঙ্ক ও নাথন কুল্টার নাইলের যৌথ প্রচেষ্টায় আউট হলেন মার্শ। দুজনে রিলে ক্যাচ নিয়ে মার্শকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
১৫ তম ওভারে লামিছানের একটি শর্ট অফ লেংথ ডেলিভারি পুল করেন মার্শ। কিন্তু ব্যাট ও বলের সংযোগ সেভাবে হয়নি। বাউন্ডারি লাইনে ডাঙ্ক ও কুল্টার নাইল যৌথ প্রচেষ্টায় অসাধারণ একটি রিলে ক্যাচ নিলেন।
বিবিএলের ট্যুইটার হ্যান্ডেলে ওই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়েছে।