অতসী মুখোপাধ্যায়, কলকাতা: সলমন খানকে  (Salman Khan) আজীবন সদস্যপদ দিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। সম্বর্ধনা দিলেন ক্রীড়ামন্ত্রী। নাচের পারফরম্যান্স করে মাতালেন ভাইজান। চাঁদের হাট ক্লাব তাঁবুতে। জিন্দেগি মে তিন চিজ, ক্যাভি আন্ডার এস্টিমেট নেহি করনা.. I me and myself. বড় পর্দায় সুপার হিট তাঁর এই ডায়লগ!


আর সেই মানুষটা কলকাতায় পা রেখেও যেন বুঝিয়ে দিলেন, তিনি তিনি শুধুই তিনি...১৩ বছর পর কলকাতায় শুধু পা-ই রাখলেন না...নাচে, গানে তাঁর ফ্যানদেরও মাতালেন ভাইজান। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে, একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সলমন। তাঁর সঙ্গে মঞ্চে নাচলেন জ্যাকলিন, পূজা হেগড়ে, সোনাক্ষী সিন্হারা। গাইলেন গুরু রান্ধাওয়া। সলমনের পারফরমেন্স দেখতে চাঁদের হাট বসেছিল ইস্টবেঙ্গল তাঁবুতে।


সলমনকে ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এদিন, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আজীবন সদস্যপদ দেওয়া হল সলমন খানকে। ক্লাবের তরফে জার্সিও তুলে দেওয়া হয় তাঁর হাতে। আর ভাইজানও বুঝিয়ে দিলেন, কলকাতার প্রতি তাঁর ভালবাসা।


প্রায় একদশকেরও বেশি সময় পর পা পড়ল কলকাতায়। তাতে যে ভালবাসা পেলেন, আবারও ফিরে আসার কথা দিলেন অভিনেতা সলমন খান (Salman Khan)। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান সলমন। সেখানে প্রায় আধ ঘণ্টা কথা হয় দু'জনের মধ্যে। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সার জন্য সলমনকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তিনি আসবেন, এমন কথা দিয়েছেন সলমনও। 


নিরাপত্তার কড়া বলয় ঠেলে মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন


১৩ বছর পর কলকাতায় এলেন সলমন। কলকাতায় আসার উপলক্ষ ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়া হলেও, শনিবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ভাইজান। অনুরাগীদের উচ্ছ্বাস, আর নিরাপত্তার কড়া বলয় ঠেলে যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছল সলমনের কালো ফরচুনার, ঘড়িতে তখন বিকেল ৪টে বেজে ২৫ মিনিট। 'ভাইজানে'র অপেক্ষায় আগে থেকেই বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন 'দিদি'।


মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সলমনের পরনে ছিল আকাশি ডেনিম এবং ফ্যাকাশে রংয়ের হাফ শার্ট। ডান হাতের কব্জিতে ঝুলছিল সেই পরিচিত ফিরোজা পাথরের ব্রেসলেট। অভিবাদন জানিয়ে ভাইজানের গলায় উত্তরীয় পরিয়ে দেন মুখ্য়মন্ত্রী। এর পর অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে মমতার বাড়িতে ঢুকে যান সলমন। দু'জনের কথা হয় প্রায় আধ ঘণ্টা।