রিও ডি জেনেইরো: ১০০ মিটারে সোনা জয়ের পর ২০০ মিটারে নজর কাড়তে ব্যর্থ উসেইন বোল্ট৷ নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও নেই৷ শুধু তাই নয়, হিটে ১৫ নম্বরে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন৷


 

১০০ মিটারে সোনা জয়ের পর এবার বোল্টের লক্ষ্য ২০০ মিটারে সোনা জয়৷ কিন্তু শুরুটা ভাল হল না জামাইকান স্প্রিন্টারের৷ ২০০ মিটার হিটে প্রথম দশেই নেই বোল্ট৷ যুগ্মভাবে ১৫ নম্বরে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন৷ নিজের রেকর্ডের ধারেকাছে এদিন ছিলেননা তিনি৷ ২০০ মিটার দৌড় তিনি শেষ করেন ২০ দশমিক দুই আট সেকেন্ডে৷ বোল্টের দাবি, এই খারাপ ফলের কারম, তাঁর প্রিয় ইভেন্টের আগ তিনি একটু টেনশনে ছিলেন৷ তবে পরের রাউন্ডে যাওয়ায় খুশি লাইটনিং বোল্ট৷

 

২০ দশমিক শূন্য নয় সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্র্যেস৷ বোল্টের স্বদেশীয় ইওহান ব্লেক হন তৃতীয়৷ তবে হিটে নিজের সেরাটা উজাড় না করে কি তুলে রাখলেন সেমিফাইনাল ও ফাইনালের জন্য? হিটে বোল্টের ফল দেখে রিও জুড়ে প্রশ্ন এটাই৷ যার উত্তর মিলবে আগামীকাল৷