অকল্যান্ড: কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বিধ্বংসী বোলিংয়ে অকল্যান্ডে দিন-রাতের গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের ইনিংস মাত্র ৫৮ রানে গুটিয়ে গেল। মাত্র একটা সেশনেই মাত্র ২০.৪ ওভার স্থায়ী হয় সফরকারী দলের ইনিংস।বোল্ট ৩২ রানে ছয় উইকেট দখল করেছেন। অন্যদিকে, তাঁর সঙ্গী বোলার সাউদি পেয়েছেন ২৫ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোর ক্রেগ ওভারটনের। তিনি করেছেন ৩৩ রান।
টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দলের দুই পেসার তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন। মাত্র পাঁচ রান করে প্রথমে ড্রেসিংরুমে ফিরে যান অ্যালেস্টার কুক। সেখান থেকে মাত্র ১২ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকসরা কোনও রান না করেই আউট হন। শেষপর্যন্ত ক্রেগ ওভারটন কিছুটা প্রতিরোধ গড়ে টেস্টে সর্বকালের সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে রক্ষা করেন দলকে।
ইংল্যান্ডের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। পাঁচ ব্যাটসম্যান ফিরেছেন খাতা না খুলেই।
বোল্ট, সাউদির দাপটে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Mar 2018 09:13 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -