হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে বিশ্রী হার ভারতের। ধোনি-কোহলিহীন ভারতের লজ্জাজনক আত্মসমর্পণ ট্রেন্ট বোল্টদের কাছে। বোল্টের পাঁচ উইকেট সহ কিউই বোলারদের দাপটে বেহাল হয়ে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। আট উইকেটে নিউজিল্যান্ড হারিয়ে দিল ভারতকে।প্রথম তিনটি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় এদিন দলের নেতৃত্ব দেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চাহলের ((১৮)। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না। দু’জন করলেন শূন্য, দু’জন এক। ভারতের ইনিংস ৩০.৫ ওভারে শেষ মাত্র ৯২ রানে। বোল্ট ঝড়ে কুপোকাত ভারতের টপঅর্ডার থেকে মিডল অর্ডার।২১ রানে ৫ উইকেট নেন বোল্ট। আর ৩টি উইকেট গ্র্যান্ডহোমের।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪. ৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে। সিরিজে ৩-১ এগিয়ে ভারত।
হ্যামিল্টনে ৯২ রান হল একদিনের ক্রিকেটে ভারতের সপ্তম সর্বনিম্ন স্কোর। আর নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপ্সদের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন স্কোর মেন ইন ব্লু-র।হ্যামিল্টনে কোনও দলের এটাই সর্বনিম্ন ইনিংস। সেডন পার্কের সুইং উপযোগী পরিবেশে দাঁড়াতেই পারল না ভারতের ব্যাটিং অর্ডার।
এভাবে হেরে হতাশ রোহিত। ম্যাচের শেষে বলেছেন, এ রকম ঘটবে বলে ভাবিনি। তবে খেলায় এ রকম ঘটে..এজন্য নিজেদেরকেই দোষারোপ করতে হয়।
একটা সময় ৪০ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেই সময় একদিনের ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার আশঙ্কা দানা বাঁধছিল। কিন্তু হার্দিক পান্ড্যের ১৬ রানের ইনিংসের দৌলতে সেই আশঙ্কা দূর হয়। ২০০০-এ শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারতের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বোল্টের দাপটে মাত্র ৯২ রানেই অল আউট ভারত, নিউজিল্যান্ডের কাছে বিশ্রী হার রোহিতদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2019 12:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -