চোপড়া যে ভিডিওটা পোস্ট করেছেন, তাতে একজন বোলারকে দেখা যাচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানকে রাউন্ড দ্য উইকেট বল করতে। ব্যাটসম্যান বলটি ডিফেন্সিভ পুশ করার পরই বোলারের কেরামতি শুরু। ফলো থ্রু-তে গিয়ে বলটিকে পায়ের টোকায় শূন্যে তুলে নেন বোলার। তারপরই ভেল্কি শুরু। ক্রিকেট বল নিয়েই ফুটবলারদের মতো জাগলিং শুরু করেন ওই বোলার। তারপর বলটিকে পিঠে রেখে দেন ভারসাম্যের খেলা দেখিয়ে। তারপর নিখুঁত ব্যাকহিলে সেটিকে ফের শূন্যে তুলে দেন উইকেটকিপারের উদ্দেশে। উইকেটকিপার পিছন থেকে দৌড়ে এসে বলটি তালুবন্দি করেন।
ভিডিওটি পোস্ট করে জাতীয় দলের প্রাক্তন ওপেনার লেখেন, ‘বোলার নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?’
করোনা আতঙ্কের প্রভাব পড়েছে খেলার মাঠেও। ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। তার মধ্যেই চোপড়ার ভিডিও সাময়িকভাবে হলেও ক্রীড়াপ্রেমীদের মনোরঞ্জন করছে।