ওরা ঠিকমতো বোলিংই করতে পারল না, হারের পর বোলারদের তোপ ধোনির
চেন্নাই অধিনায়ক বলেছেন, এভাবে আমরা অনেকটাই রান দিয়ে ফেলি। এই পিচের নিরিখে ১৭৬ রান ভালো স্কোর। কিন্তু বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারলে আর কী হবে।
ধোনি বলেছেন, তিনি বোলারদের বুঝিয়ে ছিলেন যে, ব্যাক অফ দ্য লেংথ বল করলে ব্যাটসম্যানের পক্ষে বড় শট নেওয়া কঠিন হবে। কিন্তু ফুল লেংথে বল করায় চার-পাঁচটি বাউন্ডারি হয়ে যায়।
ম্যাচের পর ধোনি বলেছেন, আমার মতে বোলিংই হারের কারণ। আমাদের একটা নির্দিষ্ট জায়গায় বোলিং করা দরকার ছিল। বোলারদের সঠিক লেংথে বোলিং করার জন্য বোঝানো হয়েছিল। কিন্তু ওরা তা করতে পারেনি।
হারের জন্য দলের বোলারদেরই কাঠগড়ায় তুলেছেন মাহি। অসন্তোষ গোপন করেননি তিনি।
এই ম্যাচে হেরে হতাশ চেন্নাই অধিনায়ক ধোনি।
এই ম্যাচ জিতে প্লে অফে পৌঁছনোর রাস্তা খোলা থাকল রাজস্থানের। বাকি সবকটি ম্যাচেই জিততে হবে তাদের।
এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
প্রথমে ব্যাট করে সুরেশ রায়নার ৫২ রানের দৌলতে চেন্নাইয় ২০ ওভারে করে চার উইকেটে ১৭৬ রান। পিচের নিরিখে এই রান যথেষ্টই চ্যালেঞ্জিং ছিল।
জোস বাটলারের ৯৫ রানের দুরন্ত ইনিংসে ভর করে গতকাল আইপিএলের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস।
চেন্নাইয়ের পরবর্তী খেলা আগামী রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
শেষ ওভারের পঞ্চম ওভারের পরই ধোনি হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি যথেষ্ট বিরক্ত।